দেশের ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে ভালো উইকেটের প্রত্যাশায় সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:32 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্লো আর টার্নিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের হারাতে অস্ট্রেলিয়ার সিরিজের মতো উইকেট তৈরির পরিকল্পনা করছে বিসিবি, এমনটা শোনা যাচ্ছে।

নিউজিল্যান্ড সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাত আর ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে এ ধরণের উইকেট পাবে না বাংলাদেশ। সাকিব তাই আশা করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো উইকেটই পাবে তারা। যদিও এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে সাকিব বলেন, 'টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে ভালো উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে।'

তিনি আরো বলেন, 'তবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা কোন উইকেটে বা কী ধরনের উইকেটে খেলে যেতে চায়। যেটাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে খেলা, তাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।'

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য বলতে গেলে দ্বিতীয় সারির একটি দলই পাঠিয়েছে নিউজিল্যান্ড। যেখানে অক্টোবরের বিশ্বকাপ খেলতে যাওয়া কোন ক্রিকেটারকে রাখেনি তারা। এ প্রসঙ্গে সাকিব জানালেন, ক্রিকেটার নয় দলের বিপক্ষে ভালো করতে চান তারা।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আসলে ওরা কাকে পাঠাবে-না পাঠাবে, এটা সম্পূর্ণ ওদের ওপরে নির্ভর করে। আমাদের খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। আমাদের ভালো করতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে, কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়।'