ভারতের ক্রিকেট

চুরির অভিযোগে চটেছেন পারভেজ রসুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:39 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠের পারফরম্যান্সে আলোচনায় না আসতে পারলেও এবার চুরির অভিযোগে খবরের শিরোনাম হলেন পারভেজ রাসুল। ভারত জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে পিচ রোলার চুরির অভিযোগ তুলেছে জম্মু অ্যান্ড কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ)। আর এতেই জেকেসিএ’র ওপর বেশ চটেছেন রাসুল।

সম্প্রতি পিচ রোলার ফিরিয়ে দিতে রসুলকে একটি ইমেইলও পাঠিয়েছে জেকেসিএ। কোনো পুলিশি ঝামেলার আগে এক সপ্তাহের মধ্যে রোলারটি ফিরিয়ে দিতে রসুলকে সতর্ক করেছে সংস্থাটি। নইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেকেসিএ বাধ্য হবে বলেও জানিয়েছে তারা। আর এই নিয়েই চলছে জেকেসিএ ও রাসুলের মধ্যে কাদা ছোড়াছুড়ি।

রসুলকে পাঠানো ওই ইমেইলে জেকেসিএ লিখেছে, ‘তুমি জেকেসিএ’র যন্ত্রপাতি নিজের কাছে রেখেছ। পুলিশের দ্বারস্থ হওয়ার আগেই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তোমাকে এক সপ্তাহের মধ্যে যন্ত্রপাতি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নইলে ব্যবস্থা নিতে জেকেসিএ’র কোনো বাধা থাকবে না।’

যদিও জেকেসিএ’র শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব:) অনিল গুপ্ত দাবি করেছেন, শুধু রাসুলকে নয়, শ্রীনগর থেকে জেকেসিএ’র যন্ত্রপাতি নেওয়া সমস্ত জেলা অ্যাসোসিয়েশনগুলোকেও চিঠি দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জেলা অ্যাসোসিয়েশনের ইমেইল না থাকায় তাদের কয়েকজন ক্রিকেটারকে মেইল করা হয়েছে। রাসুলকে কেন এ সংক্রান্ত ইমেইল পাঠানো হয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে জেকেসিএ’র কাছ থেকে এমন মেইল পাওয়ায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রাসুল বলেছেন, ‘আপনাদের (জেকেসিএ) মনে করিয়ে দিতে চাই, পারভেজ রাসুল এমন একজন ক্রিকেটার যে দেশকে প্রতিনিধিত্ব করছে, আইপিএল, দিলিপ ট্রফি, দেবধর ট্রফি, ভারত ‘এ’, বোর্ড প্রেসিডেন্ট ইলেভেন, ইরানি ট্রফি খেলছে। ৬ বছর ধরে রঞ্জি ট্রফিতে জেকেসিএ দলের অধিনায়কত্ব করছে। জেকেসিএ’র একমাত্র ক্রিকেটার যে বিসিসিআইয়ের কাছ থেকে ২ বার সেরা অলরাউন্ডারের পুরস্কার জিতেছে।’

তিনি আরো বলেন, ‘আজ আমাকে একটি চিঠি ধরিয়ে দেওয়া হলো যেখানে লেখা, পিচ রোলার নিয়েছি, যেটা খুবই দু:খজনক। আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, আমি জেকেসিএ এর কোনো পিচ রোলার নেইনি। আমি একজন ক্রিকেটার যে শুধু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে। আমি শুধু এটা জিজ্ঞেস করতে চাই, জেকেসিএ এর ক্রিকেটকে যে জীবন ও প্রাণ দিয়েছে, আন্তর্জাতিক লেভেলের তেমন একজন ক্রিকেটারকে অপদস্ত করার এটাই কি উপায়? সব জেলায় আপনাদের একটি অনুমোদিত সংস্থা আছে। আপনি তাদের জিজ্ঞেস করুন তাদের জেলার জেকেসিএ এর কোনো সরঞ্জাম আছে কি না।’