আফগানিস্তান ক্রিকেট

তালেবানদের আফগান দখলে অনিশ্চিত দেশটির নারী ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:48 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে বন্ধ হতে যাচ্ছে নারী ক্রিকেট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারির বক্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। তবে ইসলামি শরীয়াহ আইন মেনে পড়াশোনা ও কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে তালেবান সরকার।

কিন্তু নারীদের ক্রিকেট খেলার ব্যাপারে শীঘ্রই আসতে পারে নিষেধাজ্ঞা। যদিও কদিন আগে তালেবানরা জানিয়েছিল তাঁরা ক্রিকেটের উন্নয়নে কাজ করবে এবং ক্রিকেট বোর্ডকে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে। নতুন খবর হচ্ছে সেটা কেবলই পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে। এসিবির প্রধান নির্বাহী হামিদ জানিয়েছেন, দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে নারীদের ক্রিকেট।

আফগানিস্তানে নারী ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে হামিদ বলেন, ‘আমার মনে হয় এটি (নারী ক্রিকেট) বন্ধ হতে যাচ্ছে, এটা আমার অনুমান। আমি সত্যিই জানি না তাদের ভবিষ্যত কি। আমরা তাদের বেতন রেখেছি এবং তারা আমাদের বেতনভুক্ত। যদি সরকার নারী দল না রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এটা বন্ধ করে দেব।’

নারী ক্রিকেট বন্ধ হলেও আগের মতোই চলবে পুরুষদের ক্রিকেট। মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে এসিবিকে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ড তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশটির ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশন্সের প্রধান হিকমত হাসান জানিয়েছেন, ‘ক্রিকেট নিয়ে তালেবানদের কোনো সমস্যা নেই এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট চালিয়ে যেতে বলেছে তারা। আমরা ইতোমধ্যেই কাবুলে দুইটি অনুশীলন সেশন শেষ করেছি।;

তিনি আরও বলেন, ‘আমাদের স্পন্সর ও প্রোডাকশন টিম তৈরি আছে। এমনকি কিটও তৈরি আছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সবাইকে এক করার একটা বড় সুযোগ হতে পারে ক্রিকেট। এটা মানুষের মাঝে আনন্দ ফিরিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে।’