ভারতের ক্রিকেট

চাঁদের পথে হাঁটতে যাচ্ছেন কলকাতার সাবেক ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:54 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাত্র ৩০ বছর বয়সে ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কোলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার মানান শর্মা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্যালিফোর্নিয়ায় ক্রিকেট ক্যারিয়ার গড়তে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

ভারতের জাতীয় দলে কখনো সুযোগ না পেলেও ঘরোয়া লিগে বেশ পরিচিত ছিলেন মানান। ২০১৬ সালের আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে মানানকে ১০ লাখ রুপিতে কিনেছিল কেকেআর। যদিও তারকায় ঠাসা দলটির মূল একাদশে কখনো সুযোগ পাননি তিনি।

ঘরোয়া লিগে দিল্লির হয়ে গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা ও ঋষভ পান্তদের সঙ্গে দীর্ঘদিন ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন এই অলরাউন্ডার। ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে দিল্লির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

দিল্লির জার্সি গায়ে সব মিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন মানান। এই ম্যাচগুলোতে ব্যাট হাতে ১৮৯৯ রান করেছেন এই বাহাতি ব্যাটসম্যান। এছাড়া বাহাতের স্পিন দিয়ে ২২৩টি উইকেট শিকার করেছেন তিনি।

এছাড়া ভারত জাতীয় দলের বয়স ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মানানের। ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন তিনি।

২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের কারণে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া ভারতের সাবেক ক্রিকেটার অজয় শর্মার ছেলে এই মানান। তরুণ বয়সে তার অবসরে যাওয়ার বিষয়টিকে উন্মুখ চাঁদের সঙ্গে তুলনা করছেন ভক্তরা। কদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন চাঁদ।