শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ১৮ ক্রিকেটার, নেই ম্যাথুস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:45 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি তৈরির ক্ষেত্রে নতুন এক পয়েন্ট পদ্ধতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেটার ও বোর্ডের মাঝে ঝামেলা চলছিল। তবে কয়েক মাসের দ্বন্দ্ব শেষে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন লঙ্কান ক্রিকেটাররা।

কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করা ১৮ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে বোর্ডের শর্তে রাজি না হওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের। যে কারণে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে তাঁকে বিবেচনায় নেয়া হবে না।

গেল এপ্রিলে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির নিয়মে বদল আনে এসএলসি। নতুন চুক্তির নিয়মে সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স, সার্বিক ফিটনেস, শৃঙ্খলা, দলে অবদান, পেশাদারিত্ব, নেতৃত্ব এরকম কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। 

দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ম পরিবর্তনের পরই বিদ্রোহ করে বসেছিল শ্রীলঙ্কার ক্রিকেটারা। এমনকি ক্রিকেটাররা একযোগে অবসরের হুমকিও দিয়েছিলেন। যেখানে তাঁরা বলেছিলেন নতুন পয়েন্ট পদ্ধতি সবার কাছে পরিষ্কার না করলে তাঁরা একযোগে অবসর নেবেন।

এরপর বেশ কয়েকবারই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিল ক্রিকেটাররা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের শর্ত মেনে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, দাসুন শানাকা ও কুশল পেরেরা।

শ্রীলঙ্কার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদুনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুশমন্থ চামিরা, দীনেশ চান্দিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আসেন বান্দারা এবং আকিলা ধনাঞ্জয়া।