আফগানিস্তান - পাকিস্তান সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে বাবরসহ ৪ ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:20 শুক্রবার, 20 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সিরিজে খেলা হচ্ছে না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলির। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাঁদেরকে বিশ্রাম দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনার কারণে খেলাধুলা দীর্ঘদিন বন্ধ থাকলেও গেল বছরের জুলাইয়ে ক্রিকেট ফেরায় ইংল্যান্ড। পরবর্তীতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে দলগুলোও মাঠের ক্রিকেট ফিরতে শুরু করে। করোনাকালীন জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে সবচেয়ে বেশি ৫১ ম্যাচ খেলেছে ইংল্যান্ড।

দুইয়ে থাকা পাকিস্তান খেলেছে ৪৫টি ম্যাচ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ৪১, অস্ট্রেলিয়া ৩৪ ও ভারত খেলেছে ৩১টি ম্যাচ। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার কারণে সবচেয়ে বেশি ধকল গেছে বাবর, রিজওয়ান ও শাহীন আফ্রিদির ওপর দিয়ে।

গেল বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিজওয়ান। বিপরীতে বাবর ৪০, শাহীন আফ্রিদি ৩৭ ও হাসান খেলেছেন ২০ টি ম্যাচ।  আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবগুলো ম্যাচই খেলেছেন তাঁরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের মানসিক ও শারিরীক স্বস্তি দিতে আফগানিস্তােনের বিপক্ষে তাঁদের বিশ্রাম দিচ্ছে পিসিবি। বাবর ও রিজওয়ানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিতে পারেন শাদাব খান।

আগস্টের শেষ সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। লঙ্কা দ্বীপে পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে থাকতে হবে শাদাব-ফাহিম আশরাফদের। ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৮ সেপ্টেম্বর।