Connect with us

নারী ওয়ানডে বিশ্বকাপ

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব, খেলবেন জাহানারা-সালমারাও


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। কিউইদের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ৮ দলের ওয়ানডে বিশ্বকাপের বাকি তিন দল জায়গা করে নেবে বাছাই পর্ব থেকে।

শ্রীলঙ্কাতে বিশ্বকাপ বাছাই পর্ব হওয়ার কথা থাকলেও করোনার কারণে বদল এসেছে আয়োজক দেশের। যেখানে লঙ্কানদের পরিবর্তে বাছাই পর্ব আয়োজন করবে জিম্বাবুয়ে। যেখানে খেলা ১০ দল থেকে বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ তিন দল। চার এবং পাঁচে থাকা দল দুটি খেলবে পরবর্তী নারী চ্যাম্পিয়নশিপে।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এছাড়াও খেলবে মহাদেশীয় অঞ্চল থেকে বাছাইয়ের পর্বের যোগ্যতা অর্জন করা আরও ৫টি দল। অর্থাৎ মোট ১০ দল বাছাইপর্ব খেলবে বিশ্বকাপের বাকি থাকা ৩টি জায়গা দখল করতে।

আফ্রিকা অঞ্চল থেকে জিম্বাবুয়ে, এশিয়া থেকে থাইল্যান্ড, এশিয়া পূর্ব-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও আমেরিকা মহাদেশ থেকে বাছাইপর্ব খেলবে যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের হারারেতে চলবে মোট দশটি দলের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই।

এদিকে বাছাইপর্ব আয়োজনের সুযোগ পেয়ে আইসিসিকে ধন্যবাদ জানিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। তিনি বলেন, ‘নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২১ আয়োজনের সুযোগ দেওয়ার জন্য আইসিসিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

মুকুহলানি আরও বলেন, ‘আমাদের জন্য এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক ইভেন্টটি অনন্য। জিম্বাবুয়ে দুর্দান্ত জাঁকজমক, সমৃদ্ধি, প্রাণবন্ততা, বৈচিত্র্য এবং গৌরবের মধ্য দিয়ে এর আয়োজন করবে। আমি বিশ্বাস করি জেডসি যা করে দেখিয়েছে, এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার ভোট পেতে তা যথেষ্ট।’

সর্বশেষ

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চিঠি পেয়েছে বিসিবি, ক্রিকেটকেই বেছে নিলেন সাকিব

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

জিম্বাবুয়ে সিরিজে খেলতে দ্য হানড্রেড ছাড়ছেন জাম্পা

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

ছিটকে গেলেন রাব্বি, এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন-সোহানেরও

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাকিবসহ আমরা হেরেছি, আবার ওকে ছাড়াও জিতেছি: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

রুটকে টপকে টেস্টেও শীর্ষ ব্যাটার হবেন বাবর, বিশ্বাস জয়াবর্ধনের

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

চুক্তি বাতিল না করলে সাকিব দলেই থাকবে না: পাপন

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

দলে বর্ণবাদের শিকার হতেন টেলর

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

উইলিয়ামসন ২০০ স্ট্রাইক রেটেও খেলতে পারে: কনওয়ে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

সাউথ আফ্রিকার লিগে দেখা যেতে পারে ধোনিকে

১১ আগস্ট, বৃহস্পতিবার, ২০২২

কেপটাউনে রশিদ-লিভিংস্টোন, পার্লে বাটলার

আর্কাইভ

বিজ্ঞাপন