টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া, বিশ্বাস পন্টিংয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:16 বৃহস্পতিবার, 19 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি অস্ট্রেলিয়ার। সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠেয় বিশ্বকাপে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টির শিরোপা খরা কাটাতে পারবে বলে মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের দাবি, অস্ট্রেলিয়ার ঘোষিত দলটি শিরোপা জয়ের জন্য উপযুক্ত।

সম্প্রতি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভালো ছন্দে নেই অস্ট্রেলিয়া। নিজেদের সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টি সিরিজে হেরেছে তাঁরা। যেখানে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারের ক্ষতও রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

যেখানে অজিদের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জস ইংলিস। ইংল্যান্ডের ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করায় অজিদের বিশ্বকাপ দলে ডাক পান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অজিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সম্পর্কে বলার পাশাপাশি তরুণ এই ক্রিকেটারকেও প্রশংসায় ভাসান পন্টিং।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘ইংলিস দলে সুযোগ পেয়েছে দেখে খুব ভালো লাগছে, সে মজার ছলে রান করে। যদি এলিস ডাক পায় তাহলে দুর্দান্ত একটি গল্প হবে। সে অনেক কষ্টে এতদূর এসেছে। অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বকাপ জিততে সক্ষম।’

সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ার হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন ইংলিশ। দলটির হয়ে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর স্টাইক রেট ১৭৫.৮২। এছাড়া ওরচেস্টারশায়ারের বিপক্ষে তাঁর ১১৮ রানের দুর্দান্ত একটি ইনিংস ছিল। যে কারণে অজি নির্বাচকদের মন জয় করে বিশ্বকাপ দলে জায়গা পান ইংলিশ।

পন্টিং বলেন, ‘জোশ সাদা বলের ক্রিকেটে কিছুদিন ধরে আমাদের রাডারে ছিল। ও সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে রান সংগ্রাহকের তালিকার শীর্ষে ছিল। ও ব্যাটিং অর্ডারে উপযোগী ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্বক খেলতে পারে। এছাড়া পাওয়ার স্ট্রাইকিংয়ের মাধ্যমে দলের ওপর চাপ কমিয়ে দিতে পারে। ও এমন একজন খেলোয়াড় যার ভবিষ্যত নিয়ে আমরা উচ্ছ্বসিত।’