আইপিএল

আইপিএল নিয়ে শঙ্কা নেই গিল-বরুনদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:47 বৃহস্পতিবার, 19 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তীকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে কেটে গেছে সেই শঙ্কা। উভয়েই ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি ফিট।

ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন দুজনের অবস্থাই এখন বেশ ভালো এবং তারা ফিটনেস ছাড়পত্র পেতে যাচ্ছেন। যার ফলে দলের বাকি সদস্যদের সাথে আমিরাত যেতে আর কোনো বাধা নেই এই দুই তরুণ ক্রিকেটারের।

তাদের ফিটনেস সার্টিফিকেট পাওয়া প্রসঙ্গে এনসিএ কর্মকর্তা বলেন, ‘এনসিএতে পুর্নবাসনের পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করছে চক্রবর্তী এবং নাগরকোঠি। অনুমান করছি এনসিএ তাদের ফিটনেস সার্টিফিকেট দিবে এবং তারা কলকাতা দলের বাকিদের সাথে আরব আমিরাতে যেতে পারবে। গিল এখনও এখানে প্রশিক্ষণ নিচ্ছে।’

কলকাতার আরেক তরুণ ক্রিকেটার শুভমান গিলও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার সময় পায়ে চোট পান গিল। সিরিজ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি শঙ্কা ছিল তার আইপিএল খেলা নিয়েও। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় মাত্র এক সপ্তাহেই সেরে উঠেছেন এই ওপেনার।

এনসিএর এক কর্মকর্তা গিল প্রসঙ্গে জানিয়েছে, ‘ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) থাকা গিল তার পায়ের ইনজুরি থেকে সেরে উঠেছে। আইপিএল খেলতে শীঘ্রই সে আরব আমিরাত যাবে। গত এক সপ্তাহ ধরে সে এনসিএতে আছে।’

আইপিএলের আমিরাত পর্ব শুরুর আগে নিজেদের প্রস্তুতি সারতে আগামী ২০ সেপ্টেম্বর গাঁ গরমের ম্যাচে মাঠে নামবে কলকাতা। আবুধাবীর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।