ক্রিকেট অস্ট্রেলিয়া

দুঃসময়ে বোর্ডের সমর্থন পাচ্ছেন ল্যাঙ্গার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:50 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে বাজে পারফরম্যান্সের পর কোচিং পদ্ধতির কারণে সমালোচিত হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। এর মধ্যেই বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটের দুই সাংবাদিকের সঙ্গে ঝগড়া বাধিয়ে সমালোচিত হয়েছেন নিজের দুঃসময়ে ক্রিকেট বোর্ডের সমর্থন পাচ্ছেন ল্যাঙ্গার।

সব মিলিয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ল্যাঙ্গার। নিজের এই দুঃসময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এক বিবৃতিতে সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, ল্যাঙ্গারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বোর্ডের। ল্যাঙ্গারের কোচিংয়ে ক্রিকেটে অস্ট্রেলিয়া যে সাফল্য পেয়েছে বিষয়টি নিয়ে পুরো দেশের মানুষ তাকে নিয়ে গর্বিত।

হকলি বলেন, ‘২০১৮ সালে দায়িত্ব নেয়ার পর থেকে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সংস্কৃতি, মূল্যবোধ ও আচরণের উন্নতিতে অবিশ্বাস্য কাজ করেছে ল্যাঙ্গার। তার প্রচেষ্টার কারণে জাতীয় দলের প্রতি অস্ট্রেলিয়াবাসীর বিশ্বাস অর্জন সম্ভব হয়েছে। ল্যাঙ্গারের অবিশ্বাস্য অবদানের জন্য অস্ট্রেলিয়ানদের গর্ববোধ করার কথা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ল্যাঙ্গারের ওপরই অস্ট্রেলিয়া ভরসা রয়েছে বলে জানান হকলি, ‘সে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত প্রধান কোচ হিসেবে চুক্তিবন্ধ হয়েছে। বর্তমানে সে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোনিবেশ করছে। এরপর গ্রীষ্মে ঘরের মাঠে বিগত কয়েক বছরের বহুল প্রত্যাশিত অ্যাশেজ সিরিজ রয়েছে।’

ল্যাঙ্গারের অধীনে এখন পর্যন্ত ২২টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে টেস্টে ১১টি, ওয়ানডেতে ২৫টি ও টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে অজিরা। এ ছাড়া তার কোচিংয়েই চলতি বছরের শুরুর দিকে টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া।

এই দুটি সিরিজের আগে অস্ট্রেলিয়া দারুণ ফর্মে ছিল। এই বিষয়টি সবাইকে মনে করিয়ে দিয়ে হকলি বলেন, ‘বিশ্বজুড়ে গত ১৮ মাস ধরে চলা মহামারীতে অনেক জাতির মতোই অস্ট্রেলিয়া দলও কঠিন সময় পার করেছে। এ সমস্ত চ্যালেঞ্চ সত্ত্বেও অস্ট্রেলিয়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করেছিলো যখন সমস্ত ক্রিকেটাররা দলের সঙ্গে ছিল।’