ইংল্যান্ড-ভারত সিরিজ

৩ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন মালান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:35 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ৩ বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন ডেভিড মালান।

২০১৮ সালে এই ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরষ্কার পেলেন এই ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে যদিও একটি ম্যাচ খেলেছিলেন।

সেই ম্যাচে ১৯৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন বর্তমানের টি-টোয়েন্টি এক নম্বর ব্যাটসম্যান মালান। এ ছাড়া আগের দুই টেস্টের থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডম সিবলি।

মূলত বাজে ফর্মের কারনেই বাদ পড়েছেন তিনি। সর্বশেষ ১৫ ইনিংসে ৩৫ রানের কোটাও পার করতে পারেননি। আর সবশেষ ১০ টেস্ট ব্যাটিং গড় মাত্র ১৯.৭৭। এ ছাড়া বাদ পড়েছেন জ্যাক ক্রলিও।

রোমাঞ্চকর দ্বিতীয় টেস্টে ১৫১ রানে হেরেছে ইংল্যান্ড। আর প্রথম টেস্ট ড্র হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। সিরিজ জিততে হলে এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ ইংলিশদের জন্য।

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মইন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড।