বাংলাদেশ ক্রিকেট

তিন ফরম্যাটের ক্রিকেটার হতে চান সাদমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:14 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লেগে গেছে সাদমান ইসলামের। সাদা পোশাকের দলে থিতু হয়ে গেলেও এখনও সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকই হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের।

যদিও এই তকমা মুছে ফেলতে চান সাদমান। বাংলাদেশ দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে। সাদমান ব্যস্ত হাই পারফম্যান্স দলের বিপক্ষে 'এ' দলের হয়ে খেলার প্রস্তুতি নিতে। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার। কীভাবে নিজেকে উপরের দিকে নেয়া যায় এটা নিয়েই কাজ করছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ঐ জায়গায় নিয়ে যেতে পারব।’

সাদমানের বয়সভিত্তিক দলের অনেক সদস্য এখন জাতীয় দলের তিন ফরম্যাটের ক্রিকেটার। অন্যরা যেখানে বিশ্বকাপের স্বপ্ন বুনছেন সাদমান সেই সময় লকডাউনের কারণে অনুশীলনও করতে পারেননি। অবশ্য এ নিয়ে আক্ষেপ নেই তার।

সাদমানের ভাষ্য, ‘দেশের স্বার্থে লকডাউন দেয়া হয়েছিল সেটা তো আমাদের মানতেই হবে। তো এখন যে রকম আমাদের সময় আছে চেষ্টা করছি এ সময়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সামনেও সময় আছে আশা করি নিজেকে প্রস্তুত করতে পারবো।’