ইংল্যান্ড - ভারত সিরিজ

শুধু রুটের রান দিয়ে টেস্ট জিততে পারবে না ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নটিংহ্যামে বৃষ্টির কবলে পড়ে ড্র হলেও লর্ডসে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ইংল্যান্ড। স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে দাপেট দেখিয়েছেন জো রুট। এখন পর্যন্ত দুই টেস্টে করেছেন ৩৮৬ রান। যেখানে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান করা জনি বেয়ারস্টো করেছেন মোটে ১১৮। 

তালিকার দশে থাকা ররি বার্নস করেছেন মোটে ৬৭ রান। দলের বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থতার বৃত্তে বন্দি। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের এমন দশা ভাবাচ্ছে নাসের হুসেনকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, রুটের একার রান দিয়ে টেস্ট জিততে পারবে না তাঁরা। 

নটিংহ্যামের সেঞ্চুরি তুলে নিয়ে ঘরের মাঠের আড়াই বছরের আক্ষেপ মিটিয়েছিলেন রুট। এরপর লর্ডসেও সেঞ্চুরির দেখা পান তিনি। যেখানে প্রথম ইনিংসে খেলেছেন অপরাজিত ১৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাঁর এমন ইনিংসের বদৌলতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ রুট। যেখানে করেছেন মাত্র ৩৩ রান। যা দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ। জস বাটলার-হাসিব হামিদরা সুবিধা করতে না পারায় ১২০ রানে অল আউট হয়ে ম্যাচ হারে ইংলিশরা। যে কারণে ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন নাসের। তবে পেসার অলিভার রবিনসনের প্রশংসা করেছেন তিনি। 

এ প্রসঙ্গে নাসের বলেন, ‘লর্ডসে ইংল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলেছে। এটা ভুলে গেলে চলবে না। সোমবার সকালে পান্ত যখন আউট হয়েছিল তখন মনে হচ্ছিলো এটা ইংল্যান্ডের ১-০ হবে। সোমবার সকালে পান্ত যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলো তখন আমরা সবাই ভেবেছিলাম ইংল্যান্ডের ১-০ হতে পারে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ভারতের ব্যাটিং দুর্বলতা আছে। কিন্তু শুধু মাত্র রুটের মতো একজন ক্রিকেটারের রান দিয়ে ইংল্যান্ড টেস্ট জিততে পারবে না। যখন দলের অনেক বোলার ইনজুরিতে পড়েছে তখন রবিনসনকে পাওয়াটা দারুণ ব্যাপার। তবে আমরা সেগুলো বাদ দিতে পারবে না। কিন্তু তাদের দলে থাকা অন্যদের রান করতে হবে।’