আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা নেই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:07 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করায় অনিশ্চয়তায় পড়েছিল দেশটির ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণসহ পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। এবার সব শঙ্কা উড়িয়ে দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, নির্ধারিত সময়েই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এক অফিসিয়াল বিবৃতিতে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। সরকারের পালাবদল হলেও আফগানিস্তানের ক্রিকেটে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী (সিইও) হামিদ সিনওয়ারি।

তিনি বলেন, ‘তালেবানরা ক্রিকেট ভালোবাসে, সেই সঙ্গে তারা আফগানিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ নির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে গড়াবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দুই দিন দলের অনুশীলন ক্যাম্প হয়নি। খুব শ্রীঘ্রই জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প করা হবে।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তানের। দেশের বর্তমান পরিস্থিতি ও তালেবানরা ক্রিকেট সমর্থন করবে কি না সেই শঙ্কায় ধোঁয়াশায় পড়েছিল আফগানদের পাকিস্তান সিরিজ। এসিবির প্রধান নির্বাচকের বক্তব্যের পর সেই ধোঁয়াশা পুরোপুরি কেটে গেছে।

সম্প্রতি রাজধানী কাবুল নিয়েজের আয়ত্বে নিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবানরা। এরপর অনিশ্চয়তায় পড়ে যায় দেশটির ক্রিকেট। যদিও তালেবানদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রিকেটের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে সব ধরনের পদক্ষেপ নেবে তারা।

আগামী অক্টোবরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে আফগানিস্তান। আসরটিকে সামনে রেখে সম্প্রতি অস্ট্রেলিয়ার গতি তারকা শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এ ছাড়া নিজেদের কোচিং স্টাফে লঙ্কান সাবেক ক্রিকেটার আভিস্কা গুনাবর্ধনেকে সংযুক্ত করেছে আফগানরা।