আফগানিস্তান ক্রিকেট

আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে লঙ্কান গুনাবর্ধনে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:26 বুধবার, 18 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের কোচিং স্টাফকে সমৃদ্ধ করতে কদিন আগেই শন টেইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার রহমানুল্লাহ গুরবাজ-নাজিবুল্লাহ জাদরানদের ব্যাটিং কোচ হিসেবে আভিষ্কা গুনাবর্ধনেকে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সম্প্রতি তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে তালেবানরা জানিয়েছে, আফগানিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য সবকিছুই করতে রাজি তারা। এছাড়া আফগানিস্তানের বিশ্বকাপে খেলতেও সবুজ সংকেত দিয়েছে তালেবানরা।

তাঁদের ক্ষমতা গ্রহণের পর পরিবর্তন এসেছে বোর্ডে। এরপর বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে থাকা ব্যাটিং কোচের পদে শ্রীলঙ্কার গুনাবর্ধনেকে দায়িত্ব দেয় তাঁরা। হিল্টন অ্যাকারম্যানের বদলি হিসেবে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন গুনাবর্ধনে।

বেশ কিছুদিন আগে গুনাবর্ধনের বিরুদ্ধে আইসিসির দুটি দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠেছিল। যদিও পরবর্তীতে সেই অভিযোগের সত্যতা মেলেনি। যে কারণে  ক্রিকেটের সঙ্গে কাজ করতে কোন বাধা নেই লঙ্কানদের সাবেক এই ক্রিকেটারের।

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর অক্টোবরে শুরু হবে আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। ধারণা করা হচ্ছে পাকিস্তান সিরিজ থেকেই আফগানদের কোচিং স্টাফে যোগ দেবেন গুনাবর্ধনে।