টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব ফেরাতে চান বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:26 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ২০১৭ সালে শেষবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টের শিরোপা জিতেছিল পাকিস্তান। যদিও সেটা ৫০ ওভারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ছিল। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের সর্বশেষ ট্রফি এসেছিল ২০০৯ সালে ইউনিস খানের দলের হাত ধরে।

এরপর থেকে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে আর কখনও ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর জিতে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব ফেরাতে চান বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক জানিয়েছেন, দলের সবাই রোমাঞ্চিত।

এ প্রসঙ্গে আইসিসির এক ভিডিও বার্তায় বাবর বলেন, ‘দলের সব খেলোয়াড় রোমাঞ্চিত, অনুপ্রাণিত ও উৎসাহী। এই টুর্নামেন্টকে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন খেলোযাড়রা। আমাদের জন্য উপযুক্ত কন্ডিশনে সংক্ষিপ্ত এই সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ হিসেবে দেখছে সবাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হতে এখনও দুই মাস বাকি। এই সময়ের মাঝে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ইংল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলবে বাবরের দল।  

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলে সময়টাকে কাজে লাগাতে চান পাকিস্তানের এই অধিনায়ক। তাঁদের বিপক্ষে সিরিজ খেলে দলের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে চান তিনি। এ ছাড়া বাবর জানিয়েছেন, দুটি সিরিজে জিতে সেই ধারাবাহিকতা সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে কাজে লাগাতে চান।

বাবর বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা বহুল প্রতীক্ষিত বৈশ্বিক টুর্নামেন্টটির প্রস্তুতিতে আমাদের এক ধাপ এগিয়ে নিয়েছে। আমরা এই সময়টাকে কাজে লাগাব ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে। আমাদের লক্ষ্য কেবল ছোট ছোট বিষয়গুলোকে ঠিক করাই থাকবে না, যত বেশি সম্ভব ম্যাচ জিততেও চাইব আমরা। যাতে এই জয়ের ধারাবাহিকতা ও ছন্দ সংযুক্ত আরব আমিরাতে বয়ে নিয়ে যেতে পারি।’