Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

হেডিংলিতে অনিশ্চিত উড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে কাধেঁর ইনজুরিতে পড়েছিলেন মার্ক উড। সেই চোট নিয়েই শেষ দিনে বোলিং করেছিলেন এই ইংলিশ পেসার। চোট গুরুত্বর না হলেও হেডিংলি টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন  ক্রিস সিলভারউড।

ইংল্যান্ডের প্রধান কোচ জানিয়েছেন, উডের ইনজুরির ব্যাপারে এখনই বিস্তারিত বলতে পারছেন না মেডিকেল টিম। তাঁর ইনজুরির অবস্থার উপর নির্ভর করছে পরের টেস্ট তিনি খেলতে পারবেন কি না। হেডিংলি টেস্টের আগে তিনি পুরো ফিট না হলে, সেই টেস্টে তার মাঠে নামার সম্ভাবনা নেই।

উডের কাধেঁর চোট প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘মেডিকেল টিম তাকে নিয়ে কাজ করছে। আগামী দুই দিনের মধ্যে আমরা বিস্তারিত জানাতে পারব। মেডিকেল টিম ও তার সাথে কথা বলেই আমরা সময় মতো সিদ্ধান্ত নেব। যদি সে যথেষ্ট ফিট না থাকে তাহলে খেলবে না। আমরা তার দিকে নজর রাখছি।’

লর্ডস টেস্টের পঞ্চম দিন কাধেঁর চোট নিয়েই বোলিং করেছিলেন উড। ব্যথা নিয়েও তিনি চেষ্টা করেছেন তারঁ সর্বোচ্চটা দিয়ে লড়াই করার। ইনজুরিতে থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ৯০ মাইল বেগে বল করেছেন তিনি। দলের প্রতি তার এই ভালবাসায় মুগদ্ধ হয়েছেন ইংলিশদের প্রধান কোচ।

সিলভারউড বলেন, ‘সে দলের জন্য কাঁধে ব্যাথা নিয়ে ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করার চেষ্টা করেছে। এটা প্রমাণ করে যে, সে দলের প্রতি কতটা দায়িত্বশীল। ইংল্যান্ডের হয়ে খেলতে কতটা আগ্রহী এবং ক্রিকেটের প্রতি তার কত আবেগ। এটা দুর্দান্ত প্রচেষ্টা ছিল। সে যা করেছে তার জন্য আমি গর্বিত ‘

তিনি আরও বলেন, ‘সে লর্ডস টেস্টে খেলতে তার সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত হয়েছে এবং তাকে ফিট হতে আমি সবধরনের সুযোগ দিয়েছি। কিন্তু এই সময়ে এটা গুরুত্বপূর্ণ যে, আমরা উডির (মার্ক উড) দেখাশোনা করছি। সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আপনি যখন আর্চার ও স্টোনের মতো পেসারকে হারাবেন, তখন অন্তত একজন লাগবে যে জোরে বল করতে পারে।’

সর্বশেষ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আশা জাগিয়েও হারল মুস্তাফিজের রাজস্থান

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

তবুও কিশানে ভরসা রাখছেন রোহিত

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

শাস্তি কমছে না মেন্ডিস-ডিকওয়েলাদের

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

উদ্ভট যুক্তিতে রাহুলকে বেঙ্গালুরুর অধিনায়ক চান স্টেইন

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

রাসেলের চোট নিয়ে কলকাতার উদ্বেগ

২৭ সেপ্টেম্বর, সোমবার, ২০২১

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ঘরের ছেলে হয়ে থাকতে চান রশিদ

আর্কাইভ

বিজ্ঞাপন