ইংল্যান্ড - ভারত সিরিজ

রুট-অ্যান্ডারসনের সমালোচনায় ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:40 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে শেষ দিনের জমজমাট লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়েছে ভারত। এতে করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা। এই ম্যাচের পারফরম্যান্সের পর বিরাট কোহলিদের প্রশংসায় মেতেছেন মাইকেল ভন। তবে জো রুটদের সমালোচনায় ধুয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

লর্ডস টেস্টের পারফরম্যান্সের পর বাকি তিন ম্যাচে ইংল্যান্ডের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন ভন। তার মতে সিরিজের বাকি ম্যাচগুলোতে ইংলিশদের পাত্তাই দেবে না কোহলির দল। তাছাড়া নিজেদের ভুল শুধরে ইংল্যান্ড সিরিজে আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেও মনে করেন ভন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন বলেন, ‘ইংল্যান্ডের ক্রিকেটাররা কোহলিদের খোঁচাচ্ছিল। যদিও শেষপর্যন্ত ওরা রুটদের একপ্রকার ধবলধোলাই করেছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে ইংল্যান্ডকে মানসম্মত পারফর্ম করতে হবে। আমি মনে হয় না সিরিজের বাকি তিন টেস্টে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে।’

পঞ্চম দিনে ভারতের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নবম উইকেটে ৮৯ রানের জুটি গড়েন মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। অনভিজ্ঞ এই দুজনকে সাজঘরে ফেরাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন ইংলিশ বোলাররা। শামি ও বুমরাহ ব্যাট করার সময় রুট ফিল্ডিং সাজাতে তেমন কৌশলি ছিলেন না বলেও জানান ভন।

তিনি বলেন, ‘ভারত সবসময় এগিয়ে ছিল। আমি জানি না ওদের পরিকল্পনাটা কি। আপনি যখন চাপের মধ্যে থাকবেন তখন প্রত্যেকটি জিনিস সহজভাবে নিতে হবে। আপনি যখন নিচের দিকের ব্যাটিংদের বিপক্ষে বল করছে, তখন স্ট্যাম্প বরাবর বল করতে হবে। সে সময় শর্ট ও ওয়াইড বল করা চলবে না।’

রুট ও অ্যান্ডারননের ওপর নিজের ক্ষোভ উগড়ে দেন ভন, ‘বুমরাহ ব্যাট করার সময় তুলনামূলক অনেক ফিল্ডারকে সীমানার দিকে রেখেছিল ইংল্যান্ড। দলে যখন অ্যান্ডারসন ও রুটের মতো ১০০টি টেস্ট খেলা অভিজ্ঞ ক্রিকেটার থাকে, তখন এমন ভুল কিভাবে হয় এটাও মাথায় আসছে না। ইংল্যান্ডের কৌশল পুরোটাই ভুল ছিল।’