ইংল্যান্ড - ভারত সিরিজ

ইংল্যান্ড ২ জনের দল, দাবি গাভাস্কারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নাটকীয়তায় ভরা লর্ডস টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টে জো রুট ও জেমস অ্যান্ডারসন ছাড়া আর কেউই সেভাবে আলো ছড়াতে পারেননি। তাতে সুনীল গাভাস্কার মনে করেন, ইংল্যান্ড দুই জনের দল। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের দাবি, এটি ইংল্যান্ডের আদর্শ দল নয়।

সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে দারুণ লড়াই শেষে জয় পেয়েছে ভারত। লর্ডসে পঞ্চম দিনে দুই সেশন হাতে রেখে ২৭২ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। ব্যাট করতে নেমে মাত্র ১২০ রান তুললেই অল আউট হয় ইংল্যান্ড।

ইংলিশদের এমন বাজে পারফরম্যান্সের পর গাভাস্কার বলছেন ইংল্যান্ড দুই জনের দল নিয়ে খেলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ড দুই জনের দল। তারা শুধুই জো রুট ও জেমি অ্যান্ডারসনের উপর নির্ভরশীল। দলের যারা খেলছে, তাদের সকলের প্রতি সম্মান রেখেই বলছি, এটা আদর্শ টেস্ট দল না। ‘

গাভাস্কার মনে করছেন ইংলিশ ব্যাটসম্যানদের টেকনিক হাস্যকর। তার মতে, একমাত্র জো রুট ছাড়া ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের বাকিদের আদর্শ টেস্ট ব্যাটসম্যান হওয়ার মতো সামর্থ্য নেই। আর জস বাটলারকে লাল বলের ক্রিকেটে ইংলিশ একাদশে দেখে অবাক হয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান।

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে গাভাস্কার বলেন, ‘তাদের টেকনিক ভয়াবহ। তাদের ওপেনারদের টেকনিক হাস্যকর। তাদের তিন নম্বরে খেলা ব্যাটসম্যান হাসিব হামিদ অনিয়মিত, সে স্নায়ুচাপে ভুগছে। আমরা জো রুটকে দেখেছি কতটা সাবলীল। জনি বেয়ারস্টো তার দিনে ভালো অন্যথায় তার পারফরম্যান্স বাজে। বাটলার সাদা বলের জন্য একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি ভাবতে পারছি না তিনি লাল বলের ক্রিকেট খেলছেন।’

ইংল্যান্ড একাদশে খেলা বোলারদের মধ্যে একমাত্র অ্যান্ডারসনের বোলিং মনে ধরেছে গাভাস্কারের। তার মতে, বাকি বোলাররা উইকেট পেলেও ইংলিশ একাদশে আদর্শ টেস্ট বোলার কেবলই অ্যান্ডারসন। ইংল্যান্ডের বোলিং লাইন আপ নিয়ে গাভস্কার বলেন, ‘বোলিংয়ে শুধু জেমি অ্যান্ডারসন ছাড়া বাকিরা কার্যকরী না। রবিনসন ট্রেন্ট ব্রীজ টেস্টে পাঁচ উইকেট পেয়েছে কিন্তু সত্যি এটা আড়াই জনের দলের মতো।’

গাভাস্কার মনে করেন, এই সিরিজ অবশ্যই জেতা উচিত ভারতের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জন্যই আমি মনে করি যে, বাকি তিন ম্যাচ ভারতের জেতা উচিত। সিরিজের শুরুতেই আমি বলেছিলাম ভারত ৪-০ অথবা ৩-১ এ জিতবে এবং এমি এখনও বিশ্বাস করি বৃষ্টি হানা না দিলে এই ফলাফল সম্ভব।’