বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

২০ আগস্ট বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 13:08 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। কিউইদের মূল দল আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল। মঙ্গলবার সকালে ঢাকায় পা রাখে কিউইদের পর্যবেক্ষক দলটি। 

ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, আপাতত নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলটি তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবেন তাঁরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। আপাতত তারা হোটেলের পথে। সেখানে তারা তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে। কোয়ারেন্টাইন শেষে তাদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর কোনদিন তারা মাঠ পর্যবেক্ষণে আসবেন সেটি এখনই বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এখনও এই সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়নি, তাই আমরা চাই আপাতত পর্যবেক্ষক দল মাঠ পরিদর্শনে না যাক। তবে তারা যেহেতু পরিদর্শনে এসেছে তারা তো মাঠ দেখতে চাইবেই। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে আসলে একটা সিদ্ধান্তে আসা যাবে।’

এদিকে ২৪ তারিখের নিউজিল্যান্ডের আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের চারদিন আগে বাংলাদেশে আসছেন দুই কিউই ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, সেই দুই ক্রিকেটার হলেন ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলতে থাকা ফিন অ্যালেন ও কলিন ডি গ্রান্ডহোম। অ্যালেন খেলছেন বার্মিংহাম ফিনিক্স ও গ্রান্ডহোম খেলছেন সাউদার্ন ব্রেভের হয়ে।

সবকিছু ঠিক থাকলে ২০ আগস্ট ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় পা রাখবে তাঁরা। এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরি বলেন, ‘হ্যাঁ, ২০ তারিখে ওদের দুজন ক্রিকেটার সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে। তারা মূলত ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে।’

আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।