ইংল্যান্ড - ভারত সিরিজ

প্রতিদিন লর্ডসের অনার্স বোর্ডের দিকে তাকিয়ে থাকতেন রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:05 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের সেঞ্চুরি, ইনিংসে পাঁচ উইকেট এবং টেস্টে দশ উইকেট নেয়া বোলারদের তালিকা করে রাখা হয়ে থাকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই সুযোগ লুফে নিয়েছেন লোকেশ রাহুল। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

তাতে ভারতের ১০ম ব্যাটসম্যান হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান রাহুল। টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করলেও এখনও অস্থায়ী কাগজে নাম লিখে রেখেছে দায়িত্বে থাকা কর্মকর্তারা। সেটি স্থায়ীভাবে লেখা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রতিদিন সকালে অনার্স বোর্ডের দিকে তাকিয়ে থাকতেন তিনি। ইংল্যান্ডকে ১৫১ রানে হারানোর পর এমনটাই জানিয়েছেন রাহুল।

লর্ডস টেস্টের প্রথম দিন মার্ক উডের শর্ট বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ভারতের ড্রেসিং রুমের দিকে তাকিয়ে হেলমেট ও ব্যাটসহ দুই হাত উঁচিয়ে ধরেন রাহুল। ততক্ষণে লর্ডসের বেলকনিতে দাঁড়িয়ে ডানহাতি এই ওপেনারকে করতালি দিয়ে অভিবাদন জানাতে ব্যস্ত সতীর্থরা। অথচ ইংল্যান্ডের বিপক্ষে তাঁর খেলারই কথা ছিল না।

পায়ের পুরোনো ইনজুরিতে শুভমান গিল এবং কনকাশনের লক্ষণ থাকায় মায়াঙ্ক আগারওয়াল ছিটকে যাওয়ায় কপাল খুলে রাহুলের। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে সেটি লুফে নিতে ভুল করেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। নটিংহ্যামে নিজের ফেরার টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নেয়া রাহুল ফেরেন সেঞ্চুরির খুব কাছে গিয়ে।

ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ অবশ্য মিটিয়েছেন লর্ডস টেস্টের প্রথম ইনিংসে। যদিও সেঞ্চুরি তুলে নেয়ার পর খুব বেশি সময় স্থায়ী হতে পারেননি। ১২৯ রানের ইনিংসটি খেলতে ১২টি চার ও একটি ছক্কা মারেন রাহুল। সেঞ্চুরিটি ভারতের জয়ে কাজে আসায় উচ্ছ্বসিত ডানহাতি এই ওপেনার।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমি প্রতিদিন সকালে দেখেছি যে তারা এটা স্থায়ীভাবে রেখেছে কিনা। কিন্তু তারা সেটা করেনি। এটি এখনও অস্থায়ী একটি কাগজে লিখে রাখা।তবে হ্যাঁ, এটি সত্যিই গর্ব করার মতো মুহূর্ত। সেঞ্চুরিটি ভারতের জয়ের জন্য কাজে আসায় আমি খুবই খুশি।’