ইংল্যান্ড - ভারত সিরিজ

বুমরাহ-শামির জুটি পুরো ম্যাচের রঙ পাল্টে দিয়েছে: শচীন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:26 মঙ্গলবার, 17 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের শেষ দিন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ঝলক দেখিয়েছেন মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। বোলার হয়েও সাবলীল ব্যাটিংয়ে ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে  নবম উইকেট জুটিতে সর্বোচ্চ জুটি গড়েন দুজন। তাদের এই জুটিতে ভর করেই ইংলিশদের ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বিরাট কোহলির দল। শামি ও বুমরাহ’র এমন অসাধারণ ব্যাটিংয়ে তাঁদের প্রশংসায় ভাসাচ্ছে ভারতের ক্রিকেট মহল।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ম্যাড়ম্যাড়ে সংগ্রহের দিকে এগোচ্ছিল ভারত। চতুর্থ উইকেটে কেবল চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে মিলে গড়েছিলেন ২৯৭ বলে ১০০ রানের জুটি। যা স্বাগতিকদের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিতে যথেষ্ট ছিল না। এমন মুহূর্তে দলের ত্রাতা হয়ে এলেন শামি ও বুমরাহ। নবম উইকেটে ১২০ বলে কার্যকরী ৮৯ রানের জুটি গড়েন তারা। শেষমেষ ৮ উইকেটে ২৯৮ রানে ভারত ইনিংস ঘোষণা করলে বড় লক্ষ্য পায় ইংলিশরা।

এদিন আটে নেমে ৭০ বলে ৫৪ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন শামি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি হাঁকানো এ ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার। কম যাননি নয়ে নামা বুমরাহও। শামিকে সঙ্গ দিয়ে ৬৪ বলে ৩টি চারের সাহায্যে ৩৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন তিনি।

এমন পারফরম্যান্সের পর শামি ও বুমরাহকে প্রশংসায় ভাসান শচীন টেন্ডুলকার। টুইটারে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বেশ উচ্ছ্বাসের সঙ্গে লেখেন, 'এই জুটিকে শুধু গুরুত্বপূর্ণ বলাটা ছোট ব্যাখ্যা হয়ে যাবে। এটি পুরো ম্যাচের রঙ পাল্টে দিয়েছে। সত্যিই দারুণ করেছো শামি ও বুমরাহ।’

এদিন সাতে নেমে ২৪ বলে ১৬ রান করে ফিরে যান ইশান্ত শর্মা। যতক্ষণ উইকেটে ছিলেন ইংলিশ বোলারদের ভুগিয়েছেন তিনি। তিন বোলারের সাহসী ব্যাটিংয়ে তাই প্রশংসা করতে কাপর্ণ্য করেননি ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণও।

টুইটারে ইশান্ত, শামি ও বুমরাহদের বাহবা দিয়ে তিনি লিখেছেন, ‘শামি ও বুমরাহ’র কি অসাধারণ পার্টনারশিপ। ওরা হয়তো ব্যাট হাতে ওতটা কৌশলি নয়। তবে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি ওদের চাপ নেয়ার ক্ষমতা আসলেই অনেক বেশি। ইশান্ত, শামি ও বুমরাহ লর্ডস টেস্টের শেষ দিনে সেটাই করে দেখিয়েছে।’