বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

মুস্তাফিজ এমনই, অবিশ্বাস্য লাগেনি: ‍মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:37 সোমবার, 16 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্লোয়ার, কাটার ও মিতব্যয়ী বোলিংয়ে অস্ট্রেলিয়া সিরিজে দাপট দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে অজি ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন বাঁহাতি এই পেসার।

পুরো সিরিজেই মুস্তাফিজের বল খেলতে গিয়ে বিপাকে পড়েছেন মিচেল মার্শ-ম্যাথু ওয়েডরা। মুস্তাফিজের এমন বোলিং পারফরম্যান্স অবাক করেছে অস্ট্রেলিয়ানদের। তবে বাঁহাতি এই পেসারের এমন বোলিংয়ে একটুও অবাক হননি মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়কের দাবি, মুস্তাফিজ এমনই।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় সে টেস্টের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি কার্যকরী বোলার। আপনারা কিভাবে চিন্তা করেন জানি না। ওর কাছে প্রত্যাশা আছে। জানি সে এভাবেই খেলবে। এমন না যে সে হঠাৎ করে এমন ভালো খেলছে। সে এইরকমই বল করে। ওর ভালো খেলা আমার জন্য নতুন কিছু না।’

তিনি আরও বলেন, ‘কিছু কিছু ক্রিকেটার হঠাৎ করে ভালো খেলে। মনে হয় দারুণ খেলেছে। সে তো নিয়মিতই এমন খেলে। একটা সিরিজে যখন খারাপ খেলে তখন মনে হয় সে খারাপ খেলেছে। তার কাছে এটাই আমরা প্রত্যাশা করি। এটা আমার কাছে অবিশ্বাস্য কিছু না। ও এভাবেই খেলে, এভাবেই খেলতে থাকবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের  প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট নেয়া মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২৩ রানে ৩ উইকেট। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলিং স্পেলটা করেছেন তৃতীয় টি-টোয়েন্টিতে। যেখানে কোন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মোটে ৯ রান।

চতুর্থ ম্যাচে দল জিততে না পারলেও ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ২ টি উইকেট। শেষ টি-টোয়েন্টিতে ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তাতে পুরো সিরিজে ৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।