দ্য হান্ড্রেড

রশিদের হৃদয়গ্রাহী গল্প শোনালেন পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:42 সোমবার, 16 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। এমন অরাজকর পরিস্থিতিতে পরিবারের সদস্যদের আফগানিস্তানের বাইরে নিয়ে আসতে না পারায় বেশ চিন্তিত রশিদ খান।

পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে এই আফগান স্পিনার বেশ হতাশায় ভুগছেন বলে জানিয়েছেন কেভিন পিটারসেন। ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডে খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন রশিদ।

সেখানেই পিটারসেনের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তার। মন দেশে পড়ে থাকলেও মাঠে এর প্রভাব পড়তে দেননি রশিদ। রবিবার দ্য হান্ড্রেডে মাঠে নেমে ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

রশিদের অবস্থার কথা জানিয়ে পিটারসেন বলেন, 'রশিদ খানের দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের লম্বা আলাপ হলো। সে চিন্তিত। কারণ তার পরিবার এখনও আফগানিস্তান থেকে বের হতে পারেনি। কঠিন সময় কাটছে তার।’

রশিদের গল্পটা এই টুর্নামেন্টের সবচেয়ে হৃদয়গ্রাহী হয়ে থাকবে বলেও মনে করেন পিটারসেন। তিনি বলেন, ‘সবকিছু ভুলে মাঠে নামা, চাপের পরিস্থিতিতে ম্যাচ জেতানো পারফরম্যান্স করা এবং নেতিবাচক খবরগুলি এড়িয়ে গিয়ে পারফর্ম করা কঠিন কাজ। আমি মনে করি দ্য হান্ড্রেড টু্র্নামেন্টের সবচেয়ে হৃদয়গ্রাহী গল্প হয়ে থাকবে এমন ঘটনা।’

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের আয়ত্বে চলে যাওয়ায় দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হতে শুরু করেছেন অনেকে। দেশটি থেকে অন্য দেশে বিমান চলাচলে জটিলতা দেখা দেওয়ায় বিমানবন্দরেই আটকে রয়েছেন সবাই। এমন পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে ভুগছেন দেশটির নাগরিকরা।

তালেবানদের হিংস্রতার হাত থেকে আফগানিস্তানকে রক্ষার জন্য গোটা বিশ্বের কাছে সম্প্রতি আর্জি জানিয়েছিলেন রশিদ। একটি টুইটার পোস্টে তিনি লিখেছিলেন, 'প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ। আমার দেশ আজ প্রচণ্ড অশান্ত হয়ে রয়েছে। শিশু এবং মহিলাসহ দেশের হাজার হাজার নিষ্পাপ জনগণ প্রতিদিন শহীদ হচ্ছেন। ঘরবাড়ি এবং সম্পত্তি প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে। বহু পরিবারকে স্থানান্তর করা হয়েছে... আমাদের এই অশান্ত পরিবেশ থেকে উদ্ধার করুন। আফগানদের হত্যা বন্ধ করুন। আমরা শান্তি চাই।'