ইংল্যান্ড-ভারত সিরিজ

লর্ডস টেস্ট উপভোগ করছেন মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:23 সোমবার, 16 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ছয় মাস পর টেস্ট খেলতে নেমে ব্যাটে-বলে ছন্দে আছেন মঈন আলি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৭ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৩ উইকেট। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে দলে সুযোগ পেয়ে ক্রিকেট উপভোগ করছেন মঈন।

সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মঈন। সেই টেস্টে বল হাতে শিকার করেছিলেন ৮ উইকেট। যদিও ইংল্যান্ডের রোটেশন পলিসির কারণে সেই টেস্টে শেষেই দেশে ফিরতে হয়েছিল তাকে। এরপর ইংল্যান্ড টেস্ট খেললেও দলে ছিলেন না তিনি।

লর্ডসে নিজের মতো করে পারফর্ম করতে পারায় খুশি এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজের প্রতি সন্তুষ্ট, আমার মতো করে খেলতে পেরে আনন্দিত, স্বাভাবিক খেলাটাই খেলেছি এবং উপভোগ করছি। কারণ আমি জানি ক্রিকেটে খারাপ দিন থাকবে, একটা সিরিজে ভাল দিন যেমন থাকবে, তেমনি খারাপ দিনও থাকবে।’

দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে খেলতে নেমে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরে উচ্ছ্বসিত এই ইংলিশ অলরাউন্ডার। সর্বশেষ ভারতের বিপক্ষে খেলা টেস্টের ফর্মটাই ধরে রেখেছেন তিনি, জানিয়েচের এমনটাই।

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই সিরিজে দলের হয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। প্রত্যাশানুযায়ী কিছু রানের পাশাপাশি উইকেটও পেয়েছি। আমি ব্যাট হাতে ছন্দে আছি এবং ক্রিকেট উপভোগ করছি। চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার এবং যতটা সম্ভব চ্যালেঞ্জ উপভোগ করার।’

‘আমি যা করতে চাই, তার থেকে কিছুটা পিছিয়ে গিয়েছিলাম কিন্তু এখন সব কিছু ঠিক হচ্ছে। এমনকি আমি যখন ভারতের মাটিতে টেস্ট খেলেছিলাম, সেখানেও ভালো খেলেছি। কিন্তু আমি জানি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার বাজে পারফরর্ম্যান্স ছিল। তবে এর পর থেকে ভালো করছি তাই আমি খুশি।’- তিনি আরও যোগ করেন।