ইংল্যান্ড - ভারত সিরিজ

বল টেম্পারিং নয় নিছকই দুর্ঘটনা, দাবি ভারতের ব্যাটিং কোচের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 সোমবার, 16 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং ছাপিয়ে নতুন আলোচনার বল টেম্পারিং। টুইটার ও ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে নিজের জুতোর স্পাইক দিয়ে বল ঘষছেন এক ইংলিশ ক্রিকেটার।

এমন কাণ্ডে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকের দাবি লর্ডস টেস্টে বল টেম্পারিং করেছে ইংল্যান্ড। যদিও সমর্থকদের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি জানিয়েছেন, এটি কেবলই একটি দুর্ঘটনা। 

চতুর্থ দিনের খেলা শেষে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বারান্দায় থাকাকালীন এটির রিপ্লে দেখিনি। আমরা পরে তাদের দেখেছি। আমার কাছে এটি ইচ্ছেকৃত মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটি স্রেফ দুর্ঘটনা।’

ঘটনাটি ঘটেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থদিন। যেখানে ভারতের ইনিংসে ৩৪তম ওভারে বল করছিলেন ইংলিশ পেসার স্যাম কারান।

সেই সময়ই এক ইংলিশ ফিল্ডারকে জুতো দিয়ে বল ঘষতে দেখা যায় টিভি পর্দায়। যদিও সেই ফিল্ডারের মুখ দেখায়নি সম্প্রচারকারীরা। ইংল্যান্ডের এমন কাণ্ডে ভারতের ব্যাটিং কোচ নাকোচ করে দিলেও অবাক হয়েছেন আকাশ চোপড়া।

ম্যাচ চলাকালীন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ বিস্ময়ের সঙ্গে টুইটে লিখেছেন, 'বল টেম্পারিং!' এদিকে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, 'এটা কি হচ্ছে। ইংল্যান্ড বল টেম্পারিং করছে, এটা কি করোনা প্রতিরোধের ব্যবস্থা?'