ওয়েস্ট ইন্ডিজ - পাকিস্তান সিরিজ

রোমাঞ্চ ছড়িয়ে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 সোমবার, 16 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও বোলারদের কল্যাণে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে সফরকারী বোলারদের সেই চেষ্টা ‍বৃথা গেছে কেমার রোচের বদৌলতে। জয়ের জন্য তখনও ১৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। তবে হাতে উইকেট মাত্র দুটি।

ঠিক সেই সময় শাহীন শাহ আফ্রিদির বলে ক্যারিবীয়দের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা রোচের সহজ ক্যাচ ছাড়েন হাসান আলি। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ৩০ রানের দৃঢ়চেতা ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন রোচ। সর্বশেষ ৮৪ টেস্টে তৃতীয় দল হিসেবে ১ উইকেটে জয় পেলো ক্যারিবীয়রা।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিরণ পাওয়েলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহীন আফ্রিদির বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ ক্রেইগ ব্র্যাথওয়েট।

ব্যক্তিগত ২ রানে শাহীন আফ্রিদির লেন্থ বলে এজ হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ আউট হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। থিতু হতে পারেননি এনক্রুমাহ বোনারও। ৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড আউট করেছেন সেই শাহীন আফ্রিদি।

মাত্র ১৬ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান বাঁহাতি এই পেসার। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউড। তাঁদের দুজনের জুটি থেকে এসেছে ৬৮ রান। ফাহিম আশরাফের বলে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরান বাটের হাতে ক্যাচ দিয়ে ২২ রান করা চেজ ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। 

নিজের পরের ওভারে কাইল মায়ার্সকেও ফেরান ফাহিম। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরের পথে হাঁটেন ব্ল্যাকউড। চেজের মতই সেকেন্ড স্লিপে থাকা ইমরানকে ক্যাচ দিয়ে ফেরেন ৫৫ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। জেসন হোল্ডার-জশুয়া ডি সিলভা ফেরেন থিতু হয়ে। তবে দলকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ৩০ রানে অপরাজিত থাকা রোচ। 

এর আগে ৫ উইকেটে ১৬০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অল আউট হয় ২০৩ রানে। আগের দিন ৫৪ রানে অপরাজিত বাবর আজম সাজঘরে ফেরেন মাত্র এক রান যোগ করে। হাসানের ২৮ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। ক্যারিবীয়দের হয়ে ৫ উইকেট নেন জেডেন সিলস।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান (১ম ইনিংস)- ২১৭/১০ (ওভার ৭০.৩) (ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০, রিজওয়ান ২৩, হোল্ডার ৩/২৬, সিলস ৩/৭০)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস)- ২৫৩/১০ (ওভার ৮৯.৪) ( ব্র্যাথওয়েট ৯৭, হোল্ডার ৫৮, ব্ল্যাকউড ২২, ডি সিলভা ২১,  আব্বাস ৩/৪৩, আফ্রিদি ৪/৫৯)

পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২০৩/১০ (ওভার ৮৩.৪) (বাবর ৫৫, আবিদ ৩৪, রিজওয়ান ৩০, হাসান ২৮, সিলস ৫/৫৫, রোচ ৩/৩০)

ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস)- ১৬৮/৯ (ওভার ৫৬.৫) (ব্ল্যাকউড ৫৫, রোচ ৩০*, চেজ ২২, শাহীন আফ্রিদি ৪/৫০, হাসান ৩/৩৭)

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী