ওয়েস্ট ইন্ডিজ - পাকিস্তান সিরিজ

ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই আইসিসির শাস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:25 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক জেডেন সিলসের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত খেলেছেন মোটে দুই ম্যাচ। পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট তাঁর ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে। 

ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তি পেতে হলো ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে। হাসান আলির সঙ্গে অশালিন ভাষা ব্যবহারের কারণে শাস্তি স্বরূপ তাঁকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘটনাটি ঘটে জ্যামাইকা টেস্টের প্রথম দিন। পাকিস্তানের ইনিংসের ৭০তম ওভারে হাসানকে আউট করে অশালিন ভাষা ব্যবহার করেন এই পেসার। যা আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদের পরিপন্থী।

সিলসের এমন আচরণের জন্য ম্যাচ রেফারির কাছে অভিযোগ দায়ের করেন চার আম্পায়ার জর্জ ব্র্যাথওয়েট, জোয়েল উইলসন, নাইজেল দুগুইড ও টিভি আম্পায়ার লেসলি রেইফার। যা আমলে নিয়ে ১৯ বছর বয়সি এই পেসারকে শান্তি দেয় আইসিসি। 

সিলস তাঁর শাস্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন হয়নি। ক্যারিয়ারে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন সিলস। যা বহাল থাকবে আগামী ২৪ মাস।  আইসিসির লেভেল-১ ভঙ করলে নিয়ম অনুযায়ী সেই ক্রিকেটারের ম্যাচ ফি’র ৫০ শতাংশ ও এক কিংবা দুই ডিমেরিট পয়েন্ট শাস্তি দেয়া হয়।