ইংল্যান্ড - ভারত সিরিজ

সিরাজকে দেখলে মনে হয় প্রতি বলেই উইকেট নেবে: গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:46 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অভিজ্ঞ পেসারদের ইনজুরিতে গেল বছরে অস্ট্রেলিয়া সফরে কপাল খুলেছিল মোহাম্মদ সিরাজের। অভিজ্ঞতার দিক থেকে এখনও তরুণ হলেও অভিষেকের পর থেকে ভারতের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য ডানহাতি এই পেসারের। অস্ট্রেলিয়া সফরের মতো ইংল্যান্ডের মাটিতেও দারুণ বোলিং করছেন তিনি। 

সিরিজের দ্বিতীয় টেস্ট অর্থাৎ লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৪ উইকেট নিয়েছেন। যেখানে দলের বাকি তিন অভিজ্ঞ পেসার মিলে নিয়েছেন ৫ উইকেট। লর্ডসে সিরাজের বোলিং মনে ধরেছে সুনিল গাভাস্কারের। ভারতের সাবেক এই ব্যাটসম্যান প্রশংসা করেছেন ডানহাতি এই পেসারের শারিরীক ভাষার। তিনি জানিয়েছেন, সিরাজকে দেখলে মনে হয় প্রতি বলেই উইকেট নেবে।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ব্যাটসম্যানদের ব্যাপারটা হলো তারা যখন পেস বোলারদের মোকাবেলা করে তখন তারা বোলারদের শারিরীক ভাষা গভীরভাবে অনুসরণ করে। তারা যখন মনে করে যে বোলাররা ক্লান্ত তখন ব্যাটসম্যানরা ভাবে কয়েক বল পর থেকে সে রান করতে পারবে।’

ভারতের সাবেক এই ব্যাটসম্যান আরও বলেন, ‘কিন্তু সিরাজের ক্ষেত্রে এটা এখনও ঘটেনি। শেষ পর্যন্ত তাকে দেখলে মনে হয় সে প্রতি বলেই উইকেট নেবে। যার মাধ্যমে সে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিশ্রাম (রান নেয়ার আগ্রহ কম থাকে) দেয়।

সিরাজের বোলিংয়ের প্রশংসা করেছেন আশিষ নেহরা। ভারতের সাবেক এই বাঁহাতি পেসার জানিয়েছেন, সিরাজ লম্বা স্পেলে বল করতে পারে। এ ছাড়া তিনি মনে করেন, ম্যাচের প্রথম থেকে শেষ বল পর্যন্ত তাঁকে কখনও ক্লান্ত মনে হয় না। 

নেহরা বলেন, ‘এটি দারুণ বোলিং। সে বোলিংয়ে তার সবকিছু দেয়। বোলার হিসেবে সে সবকিছুই করে। উইকেট তুলে নেয় এবং লম্বা স্পেলে বোলিং করে। প্রথম থেকে শেষ বল পর্যন্ত তার রানআপে শক্তিমত্তার কমতি নেই। আপনি যখন ছন্দে আছেন তখন ফলাফল পাবেন। এই মুহূর্তে তার কাছে পরিসংখ্যান ও পারফরম্যান্স আছে।’