জিম্বাবুয়ে ক্রিকেট

স্কোয়াডে থাকলেও আয়ারল্যান্ডে যাওয়া হচ্ছে না টেলর-রাজার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:15 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষিত জিম্বাবুয়ের স্কোয়াডে ছিলেন ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজা। স্কোয়াডে থাকলেও আয়ারল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের। দেশটির সংবাদমাধ্যমগুলোর দাবি, তরুণ ক্রিকেটার দিয়ে টি-টোয়েন্টি দল সাজানোর চেষ্টা করছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

যে কারণে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন টেলর ও রাজা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তবে ইঙ্গিত মিলেছে অনুশীলন সেশনে। পুরো দল যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত তখন বুলাওয়ে ছেড়েছেন তাঁরা।

সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারনি জিম্বাবুয়ে। যেখানে অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। ফলে তরুণদের প্রধান্য দিয়ে দলে পরিবর্তন আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে ক্রিকেটের এই পরিকল্পনার অংশ হিসেবেই দলে রাখা হচ্ছে না দুই সিনিয়রকে।

সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন রাজা। যেখানে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন এই অলরাউন্ডার। পাশাপাশি প্রশ্নবিদ্ধ হয়েছে তাঁর অধিনায়কত্বও।

জিম্বাবুয়ে দলকে দীর্ঘদিন ধরেই সার্ভিস দিচ্ছেন টেলর। টেস্ট ও ওয়ানডেতে দলের নিয়মিত পারফর্মার হলেও টি-টোয়েন্টিতে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেই তিনি। যে কারণে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই দলকে নতুনভাবে গড়তে তাকে দলের বাইরে রেখেছে জেডসি।

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পরিবর্তন আসছে টেকনিক্যাল টিম ও নির্বাচক প্যানেলেও। জেডসির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন।

যা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য ইতিবাচক বলে দাবি করেছেন সমর্থকরা। জিম্বাবুয়ে দল বর্তমানে হারারেতে তাঁদের আসন্ন সিরিজের জন্য অনুশীলন করছে। এই সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শন উইলিয়ামসের দল। ২৭ আগষ্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।

জিম্বাবুয়ের স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), ক্রেইগ অ্যারভিন, ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, উসলে ম্যাধেভেরে, সিকান্দার রাজা, টাডিওয়ানাশে মারুমানি, তারিশাই মুসাকান্দা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং ডোনাল্ড টিরিপানো।