Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

৫ বছরের ভুল শুধরে সফল রুট


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ ও জো রুটকে ভাবা হয়ে থাকে সময়ের সেরা চার ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে খুব বেশি রান না পাওয়া সমালোচনার মুখে পড়তেছিল রুটকে। সর্বশেষ তিন বছরে ৩৩ টেস্ট খেলে মাত্র চারটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। রুটের ব্যাটিং হেসেছে চলতি বছর। 

গেল তিন বছরে মাত্র তিন সেঞ্চুরি পাওয়া রুট চলতি বছর সেঞ্চুরি করেছেন পাঁচটি। যা ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এক সিজনে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। রুটের এমন সাফল্যের রহস্য উদঘাটন করেছেন মাইক আথারটন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, করোনার সময় টিম অ্যানালিস্টের কাছে থেকে সর্বশেষ ৫ বছরের সব আউটের ফুটেজ নিয়ে কাজ করে নিজেকে বদলে ফেলেছেন রুট।

গেল বছরের মার্চে করোনার কারণে বন্ধ হয়েছিল সবধরনের ক্রীড়াযজ্ঞ। সেই সময় ঘরে বসে না থেকে সর্বশেষ পাঁচ বছরের ‍ভুলগুলো নিয়ে কাজ করেন রুট। যেটি করতে গিয়ে টিম অ্যানালিস্টের সহায়তা নেন ইংলিশ এই ব্যাটসম্যান। তাতে নিজেকে বদলেও ফেলতে পেরেছেন তিনি। 

২০২০ সালে ৮ টেস্ট খেললেও কোন সেঞ্চুরির দেখা পাননি রুট। এ ছাড়া ২০১৯ সালে ১২ টেস্টে দুটি ও তার আগের বছর ১৩ টেস্ট খেলে মাত্র দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে চলতি বছর ইতোমধ্যে ৫টি সেঞ্চুরি করেছেন রুট।

যেখানে ২ বছর পর ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর লর্ডসেও সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন তিনি। তাতে প্রশংসায় ভাসছেন রুট। তাঁর এমন সাফল্যের পেছনে নিজের পরিশ্রমের ফল পাচ্ছেন বলে দাবি করেছেন আথারটন। 

এ প্রসঙ্গে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘সে (জো রুট) অ্যানালিস্টকে বলেছিল তাকে সর্বশেষ পাঁচ বছরের ডিসমিসালের ফুটেজ দিতে। বিস্তারিত দেখেছিল এবং সে কাজ করেছিল। দেখা যাক সে এখান থেকে কোথায় যেতে পারে। সে এটির জন্য পুরস্কার পাচ্ছে।’

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ম্যাচ জিতেও জরিমানা গুনতে হলো মরগানদের

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইপিএল খেলতে দেশ ছাড়লেন তামিম

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

৪ ডিসেম্বর শুরু এলপিএল

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিলালের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে আফগানদের লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আকবর-জয়ের ব্যাটে এইচপির লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিশ্বকাপের আগে ছক্কা হাঁকানোয় ব্যস্ত মার্শ

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বোলিংয়ে কলকাতা, নেই সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন