টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব অর্থে নিতে হবে বাড়তি ক্রিকেটার, হতাশ বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষোণার সময় বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কোয়াড হতে হবে ১৫ সদস্যের।

সেই সঙ্গে ৮ জন করে কোচিং স্টাফ বা কর্মকর্তা নিতে পারবে দলগুলো। করোনা পরিস্থিতির মধ্যেও কোনো ব্যাকআপ ক্রিকেটার নেয়ার সুযোগ দেয়নি আইসিসি। যদি বাড়তি কোনো ক্রিকেটার বা কর্মকর্তা দলের সঙ্গে থাকে তাহলে এর ব্যয়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট বোর্ডকেই।

আইসিসির এমন নিয়মের কারণে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করেন করোনা পরিস্থিতির কারণে বিকল্প ক্রিকেটার রাখার সুযোগ দেয়ার দরকার ছিল।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'অবশ্যই কম, আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল, ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিত ছিল।'

তিনি আরও বলেন, 'বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিত এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হত। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।'

আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের বাছাই পর্বে 'বি' গ্রুপে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।