যুক্তরাষ্ট্রের ক্রিকেট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে চুক্তিবদ্ধ হলেন উন্মুখ চাঁদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:34 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত ১৩ আগস্ট ভারতের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন উন্মুখ চাঁদ। একদিন পর ১৪ আগস্ট তিনি চুক্তিবদ্ধ হয়েছেন যুক্তরাষ্টের মেজর লিগ ক্রিকেটে। যেখানে ২০২১ মৌসুমে তিনি সিলিকন ভেলি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

চাঁদ ভারতের হয়ে ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেন। সেবার যুবাদের বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর আগে বেশ কয়েকবারই জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে যাবেন চাঁদ। এবার মেজর লিগ ক্রিকেটে নাম লিখিয়ে সেটাই করলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দেওয়ার পর চাঁদ বলেন, ‘আমি খুবই আনন্দিত যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার সাথে আমার ক্রিকেট ক্যারিয়ার যুক্ত করতে পেরে এবং মেজর ক্রিকেট লিগ শুরু করতে পেরে।’

এই সপ্তাহের শেষের দিকেই শুরু হচ্ছে যুক্তরাষ্টের উপসাগরীয় অঞ্চলের মাইনর ক্রিকেট লিগ। যেখানে সিলিকন ভেলি স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন চাঁদ। এই লিগ দিয়েই যুক্তরাষ্টের ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

স্ট্রাইকার্সের হয়ে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সপ্তাহের শেষের দিকেই মাইনর ক্রিকেট লিগ শুরু হবে, এখানে স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি বেশ উচ্ছ্বসিত। এই লিগ উপসাগরীয় এলাকায় খেলাধূলা বাড়াতে সাহায্য করবে। আমি দেখেছি এখানের মানুষের ক্রিকেটের প্রতি দারুণ ভালবাসা আছে।’

মাইনর লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় টি-টোয়েন্টি লিগ। এবারের আসরের মধ্য দিয়েই শুরু হবে এই লিগ। এবারের আসরে ২৭ টি শহর থেকে একটি করে দল অংশ নিবে।