ইংল্যান্ড-ভারত সিরিজ

লর্ডস টেস্ট জমিয়ে তুলেছেন রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 রবিবার, 15 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টের তৃতীয় দিনটা যেন জু রুটময়। দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডের অধিনায়ক পেলেন আরেকটি সেঞ্চুরি। সবচেয়ে কম বয়সী হিসেবে টেস্টে ছাড়িয়ে গেলেন ৯ হাজার রানের কোটা। ইংল্যান্ডের প্রথম কোন অধিনায়ক হিসেবে গড়লেন এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। অবিস্মরণীয় সেঞ্চুরির দিনে অবশ্য রুট ১৮০ রানেই অপরাজিত থাকলেন। বাকি ব্যাটসম্যানদের সাজঘরে পাঠিয়ে লর্ডস টেস্টের রোমাঞ্চ জমে তুলেছে ভারতের বোলাররা।

তৃতীয় দিনে ভারত-ইংল্যান্ড দুই দল লড়েছে সমান তালে। রুটের হার নামা ১৮০ রানের ইনিংসে ভর করে ২৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের ৩৬৪ রানের জবাবে ইংল্যান্ড করেছে ৩৯১। শেষ দুই দিনে লর্ডস টেস্টে অপেক্ষা করছে তাই দারুণ রোমাঞ্চ। ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে আগের টেস্টেও সেঞ্চুরি ছিল রুটের।

এই নিয়ে চলতি বছরে ১০ টেস্টে তিনি পেলেন ৫ সেঞ্চুরি। কোন ইংল্যান্ড অধিনায়কের এক পঞ্জিকাবর্ষে এতগুলো সেঞ্চুরি নেই। সেঞ্চুরির পথে আরেকটি মাইলফলকও স্পর্শ করেন রুট। মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রানের ঘরে পৌঁছান তিনি। এর আগে অ্যালিস্টার কুক ২০৬ ইনিংস খেলে স্পর্শ করেছিলেন ৯ হাজার।

রুটের তা করতে লেগেছে ১৯৬ ইনিংস। সময়ের হিসেবে বিশ্বরেকর্ড হয়ে গেছে তার। অভিষেক থেকে ৮ বছর ২৪২ দিনে তিনি পৌছালেন এই মাইলফলকে। আগের রেকর্ড ছিল কুকের। ৯ বছর ৮৯ দিনে তিনি করতে পেরেছিলেন তা।

আগের দিনের ৩ উইকেটে ১১৯ রান নিয়ে নেমে চমৎকার জুটি জমে উঠে রুট-জনি বেয়ারস্টোর। এই দুজনের ঝাঁজে প্রথম সেশন হতাশায় পুড়ে ভারত। চতুর্থ উইকেটের এই প্রতিরোধ ইংল্যান্ডকে বসিয়ে দিচ্ছিল চালকের আসনে। ১২১ রানের জুটির পর এই প্রতিরোধ ভাঙ্গেন মোহাম্মদ সিরাজ।

৫৭ করা বেয়ারস্টো টাইমিংয়ে গড়বড় করে সহজ ক্যাচ তুলে ফেরেন। ম্যাচে ফিরতে মরিয়া ভারত ক্রমশ বাড়াতে থাকে চাপ। তা সামলে দাঁড়িয়ে গিয়েছিলেন জশ বাটলার। থিতু হওয়া বাটলারকে ভেতরে ঢোকা বলে বোল্ড করে ম্যাচে প্রথম উইকেট তুলেন ইশান্ত শর্মা।

অলরাউন্ডার মঈন আলি অধিনায়কের সঙ্গে আনেন আরেকটি পঞ্চাশ রানের জুটি। তা আর বাড়তে না দিয়ে ফের আঘাত ইশান্তের। এবার জোড়া আঘাত হানেন তিনি। ইশান্তের পর পর দুই বল স্লিপে ক্যাচ দেন মঈন আর স্যাম কারান। তখন লিড নেওয়ার স্বপ্ন দেখতে থাকে ভারতও।

কিন্তু এদিন রুট ছিলেন অনন্য। টেল এন্ডারদের এক পাশে রেখে চলে তার এগিয়ে যাওয়া। শেষ তিন উইকেটে যোগ করেন মূল্যবান আরও ৫০ রান। মোহাম্মদ শামি, সিরাজরা লেজ মুড়ে দিলেও রয়ে যান রুট। শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে ডাবল সেঞ্চুরি না পেলেও লর্ডস টেস্টে নিজেদের দিকে পাল্লা অনেক শক্ত করে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক।