ইংল্যান্ড-ভারত সিরিজ

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরলেন সূর্যকুমার-পৃথ্বী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:11 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে ভারত। সেখানে অনুশীলন চলাকালীন ইনজুরিতে পরেছিলেন শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে স্কোয়াডে সূর্যকুমার যাদব এবং পৃথ্বী শ্বকে অন্তভূক্ত করে ভারতের টিম ম্যানেজমেন্ট।

একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে ভারতের একটি দল লঙ্কা দ্বীপে অবস্থান করছিল। সেই দলের সঙ্গে ছিলেন সূর্যকুমার এবং পৃথ্বী। কিন্তু সেখানে করোনা পজিটিভ হন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।

তার সংস্পর্শে আসায় আইসোলেশনে পাঠানো হয়েছিল ভারতের ৮ ক্রিকেটারকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া পৃথ্বী এবং সূর্যকুমার ছিলেন এই ৮ জনের তালিকায়। তাই তাদের শ্রীলঙ্কার এক হোটেলে আইসোলেশনে থাকতে হয়।

আইসোলেশন শেষে এই দুই ক্রিকেটার গত ৩ আগস্ট শ্রীলঙ্কা থেকে সরাসরি ইংল্যান্ডে পৌছান। সেখানে পৌছে আবার ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী ১০ দিনের কোয়ারেন্টিন পালন করতে হয় তাদের।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে কোয়ারেন্টিন পর্ব সেরে গত ১৩ আগস্ট অনুশীলনে যোগ দিয়েছে পৃথ্বী এবং সূর্যকুমার। কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে তাদের দুই দফায় কোভিড পরীক্ষা করা হয়েছে।

উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরই তাদের অনুশীলনে নামতে দেওয়া হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে লিডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সেই টেস্টে ভারতীয় একাদশে খেলার সম্ভাবনা আছে তাদের।