আইপিএল

পাকিস্তানে না গিয়ে আইপিএলে খেলবেন মরগানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:57 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না ইয়ন মরগান, মইন আলী ও জস বাটলারসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ খেলতে বাবর আজমের দলের বিপক্ষে সিরিজ খেলবেন না তারকা ইংলিশ ক্রিকেটাররা। শনিবার (১৩ আগস্ট) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আইপিএলের দ্বিতীয় অংশ। এদিকে ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে তাদেরই বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। তাতে আইপিএলের শেষ অংশে ইংলিশ ক্রিকেটারদের পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। ইসিবির ঘোষণার পর সেই শঙ্কা পুরোপুরি কেটে গেছে।

আইপিএলে ইংলিশ ও অজি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে যোগাযোগ করেছিল বিসিসিআই। জবাবে ইসিবি ও সিএ জানায়, আইপিএলে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দিতে তাদের কোনো আপত্তি নেই। পরে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ফোন করে এ সুখবর জানান আইপিএলের প্রধান নির্বাহী হেমাং আমিন।

‘আইপিএল কমিটির কাছ থেকে আমরা একটি কল পেয়েছিলাম। এরপর আমাদের জানানো হয় ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে বোর্ডের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ইসিবি। ক্রিকেটাররা খেলবে কিনা সেটি সম্পূর্ণ তাদের স্বাধীনতার ওপর নির্ভর করছে।’ জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে এমনটাই বলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথ।

আইপিএলে চেন্নাইয়ের ডেরায় রয়েছেন তিন ইংলিশ ক্রিকেটার জেসন বেহরেনডর্ফ, স্যাম কারান ও মইন আলী। আইপিএলের দ্বিতীয় অংশের পুরোটা সময় তাদের পাওয়া যাবে বলেও জানান দলটির সিইও। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে দুই ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান, ক্রিস জর্ডানদের সঙ্গে একই দলে খেলেন তিন অজি তারকা রিলে মেরেডিথ, মইসেস হেনড্রিকস, ঝাই রিচার্ডসন।

এই পাঁচ ইংলিশ ও অজি ক্রিকেটারকে আমিরাতের পুরোটা অংশে পাওয়া যাবে বলে জানান দলটির প্রধান সতীশ মেনন। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমিরাতে আইপিএল খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ নিতে চাইছে ক্রিকেটাররা। সে কারণে জাতীয় দলের সূচির চেয়ে আইপিএলকেই গুরুত্ব দিচ্ছে তারা।