এইচপি স্কোয়াড

এইচপির স্কোয়াডে ডাক পেলেন ইমরানুজ্জামান-তানভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:16 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প শুরু হচ্ছে আগামী ১৯ আগস্ট থেকে। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এই ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

এই স্কোয়াডের বেশিভাগ ক্রিকেটারই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ব্যাট হাতে দারুণ খেলে এইচপি স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইমরানুজ্জামান।

এ ছাড়া বল হাতে পারফরম্যান্সের প্রতিদান পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। যদিও এই দলে জায়গা হয়নি মৃত্যুঞ্জয় চৌধুরি ও অভিষেক দাসের।

চট্টগ্রামে বাংলাদেশ দলের লাল বলের ক্রিকেটারদের সঙ্গে এইচপি দলের একটি সিরিজের পরিকল্পনা রয়েছে বিসিবির। ২, ৪, ৬ সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ এবং চারদিনের ম্যাচ শুরু হবে ৯ সেপ্টেবর থেকে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'চট্টগ্রামে আমাদের দুটি দল যাচ্ছে, একটা 'এ' দল, আরেকটা এইচপি। 'এ' দলে জাতীয় দলের টেস্ট খেলোয়াড়রা যাবে। যারা লাল বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর 'এ' দলের।'

হাই পারফরম্যান্স স্কোয়াড-

ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৈহিদ হৃদয়, আনিসুল ইসলাম।

উইকেটরক্ষক- ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী।

স্পিনার-মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন।

পেসার- শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা ও রুহেল মিয়া।