বাংলাদেশ 'এ' দলের কার্যক্রম

'এ' দলের স্কোয়াডে থাকছেন মুমিনুল-সাদমানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:24 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। আগামী নভেম্বরের আগে আর কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টাইগাররা। এর মাঝে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও টেস্ট স্কোয়াডের অনেক সদস্য জায়গা পাবেন না।

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলে তাদের স্কিল ও ফিটনেসে ঘাটতি দেখা দিতে পারে। এ ভাবনা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সুযোগ করে দিচ্ছে ‘এ’ দলের স্কোয়াডে। জাতীয় দলের সাদা পোশাকের খেলায়াড়দের ‘এ’ দলের স্কোয়াডে থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করা হবে শীঘ্রই। যেখানে দেখা যেতে পারে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, সাইফ হাসানদের মতো ক্রিকেটারদের। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ 'এ' টিমের স্কোয়াড হবে ১৮ জনের। এখানে লাল বলের ক্রিকেটাররা আছেন। সামনের সপ্তাহে স্কোয়াড দেয়া হবে।’

‘এ’ দলের ক্রিকেটাররা নিজেদের স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি সুযোগ পাবে প্রতিদ্বন্দীতাপূর্ণ ক্রিকেট খেলার। করোনা মহামারির কঠিন সময়েও ‘এ’ দলের হোম বা অ্যাওয়ে সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

‘এ’ দলের সিরিজ আয়োজন প্রসঙ্গে নান্নু বলেন, ‘এ ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। পুরোপুরি তৈরি করার বিষয় আছে, পরিস্থিতিই তো এমন, যে খালি আমাদের দেশে না। কোভিড সিচুয়েশন বায়ো বাবলে খেলা। সে হিসেবে স্ট্রাগল সব জায়গায়ই করা হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে যদি সব নরমাল হয়ে যায় তাহলে 'এ' টিমের প্রোগ্রাম হবে। 'এ' দলের হোম বা অ্যাওয়ে সিরিজ এখনো হাতে নেই। ওটা চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী দুই তিন মাসের মধ্যে হবে।’

২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ 'এ' দল। এরপর করোনা মহামারির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় দলের বাইরে কিংবা জাতীয় দলের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া 'এ' দলের কার্যক্রম।