বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

স্কিলের ঘাটতিতে বাংলাদেশে ভুগেছে অস্ট্রেলিয়া, দাবি পন্টিংয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:02 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দলের বেশিরভাগ তারকা ক্রিকেটার ছাড়া বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। যেখানে টাইগারদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারীরা। যে কোন ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ হার।

এমন হারের জন্য কন্ডিশন নিয়ে ক্রিকেটারদের ধারণা না থাকা এবং নিজেদের স্কিলের প্রয়োগ করতে না পারাকে দায়ী করেছেন রিকি পন্টিং।  অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক মনে করেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটের গভীরতা কম এবং সেটি নিয়ে অনেক কাজ করতে হবে।

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। যার ধারবাহিকতা বজায় রয়েছে বর্তমানেও। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও কন্ডিশনের কাছে হার মেনেছে তাঁরা। স্পিন বান্ধব উইকেটে সাকিব আল হাসান-শেখ মেহেদি হাসানদের সামলাতে বেগ পেতে হয়েছে অজি ব্যাটসম্যানদের।

তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে তাঁরা। উপমহাদেশের কন্ডিশনে বেশিরভাগ সময় টেস্ট ক্রিকেটে ভুগেছে অস্ট্রেলিয়া। লম্বা সময় ধরেই এটি অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় সমস্যা বলে দাবি করেছেন পন্টিং। যদিও তাঁর দাবি, ভারত ও শ্রীলঙ্কার মাটিতে সাদা বলের ক্রিকেটে লড়াইয়ের পথ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে আলাপকালে পন্টিং বলেন, ‘এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতির কারণে আমরা আবারও ব্যর্থ হয়েছি। আমার যতদূর মনে পড়ে, লম্বা সময় ধরেই এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই আমাদের টেস্টে ভুগতে হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘যদিও শ্রীলঙ্কায় ও ভারতে আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে পেয়েছিলাম। বাংলাদেশে বিপক্ষে সিরিজ হার প্রমাণ করে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে যতটা গভীরতা থাকা উচিত তার ধারেকাছে নেই। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’