ইংল্যান্ড - ভারত সিরিজ

লর্ডসে এটাই শেষ নয়: অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:28 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনিংসের ১২৬তম ওভারে শর্ট অফ লেন্থের বলে কট বিহাইন্ড করে জসপ্রিত বুহমরাহকে সাজঘরে ফিরিয়ে সাবলীল উদযাপনে জেমস অ্যান্ডারসন। যদিও লর্ডস টেস্টে এটি তাঁর পঞ্চম উইকেট। এদিকে বুমরাহকে ফিরিয়ে ক্যারিয়ারে ৩১তম বারের মতো ৫ উইকেটের স্বাদ নেন অ্যান্ডারসন।

কদিন আগেই বয়স ৩৯ পেরিয়ে গেছে। বয়স বাড়লেও পারফরম্যান্সে এখনও ভাটা পড়েনি অভিজ্ঞ এই পেসারের। লর্ডসে সপ্তমবারের মতো ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় দিন শেষে অ্যান্ডারসন জানিয়েছেন, লর্ডসে এটাই শেষ নয়।

লর্ডসে ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। যেখানে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। বিভিন্ন ভেন্যুতে খেলে ক্যারিয়ারে ৩১ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।  যেখান সাতবারই ৫ উইকেট নিয়েছেন লর্ডসে।

সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেয়ার স্বাদ নিয়েছেন অ্যান্ডারসন। যেখানে রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, বুমরাহ ও ইশান্তকে সাজঘরে ফেরান। লর্ডসে তাঁর চেয়ে বেশি ৮ বার ৫ উইকেট নিয়েছেন ইয়ান বোথাম। লর্ডসে এখনই নিজের শেষ দেখছেন না অ্যান্ডারসন।

এ প্রসঙ্গে ডানহাতি এই পেসার বলেন, ‘অবশ্যই লর্ডসে আমার জন্য এমন কিছু রয়েছে যা খুবই বিশেষ। এটা শুধু আমার থেকে সেরাটা বের করে আনতে মনে হয়েছিল। গেল কয়েকবার আমি এখানে যখন এসেছি তখন আপনারা মনে করেছেন এখানে এটাই আমার শেষ। এই কারণে আপনারা ভালো পারফরম্যান্স চেয়েছেন।’

অ্যান্ডারসন আরও বলেন, ‘এই জায়গায় আমার অভিষেক হয়েছিল। এখানে আমি প্রথমবার পাঁচ উইকেট পেয়েছিলাম। এখানে সাতবার (৫ উইকেট), এটা দারুণ ব্যাপার। আমি জানি না এটা কিভাবে করেছি। আমার মন হয় এখানে এটাই আমার শেষ নয়। অনার্স বোর্ডে এবারই শেষ নয়।’