র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচে ওঠার সুযোগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:49 শনিবার, 14 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। যদিও জিম্বাবুয়ে ও অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পরও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের অবস্থানে কোন পরিবর্তন হয়নি টাইগারদের। 

যদিও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ থাকছে  র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে টপকে সেরা পাঁচে ওঠে আসারও সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ১২ রেটিং পয়েন্ট বাড়ায় বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২৩৪। যেখানে পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ২৪৬। নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১৪। 

তাতে নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। এমনটা হলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পাঁচে উঠবে বাংলাদেশ। এদিকে টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলে তিন থেকে চারে নেমে যাবে নিউজিল্যান্ড।

কিউইদের হোয়াইটওয়াশ করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকছে মাহমুদউল্লাহর দলের। অন্তত তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে ওঠে আসার সুযোগ থাকছে বাংলাদেশের। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।