আইপিএল

আইপিএল দিয়ে ফিরছেন আইয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:17 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। সেই চোট কাটিয়ে ওঠায় আইপিএলের বাকি অংশে খেলার সবুজ সংকেত পেলেন দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক।

প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য আইয়ার সম্পূর্ণ ফিট রয়েছেন বলে জানিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)। এতে করে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি অংশে খেলতে আর কোন বাঁধা নেই তার।

সংবাদ সংস্থা পিটিআইকে শ্রেয়াসের আইপিএলে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন সিনিয়র অফিসিয়াল। তিনি জানান, শ্রেয়াসের জন্য একটি ফিটনেস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বর্তমানে সে প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য সম্পূর্ণ ফিট রয়েছে।

বিসিসিআইয়ে ওই সিনিয়র অফিসিয়াল বলেন, ‘শ্রেয়াসের জন্য একটি ফিটনেস সার্টিফিকেট ইস্যু করেছে এনসিএ। ব্যাঙ্গালুরুতে এনসিএ-এর কর্মস্থলে শ্রেয়াসের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। মেডিকেল প্রক্রিয়া এবং শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণ করার পর সে এখন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট আছে।’

গত বছরের আইপিএলে শ্রেয়াসকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় দিল্লি ক্যাপিটালস। তার নেতৃত্বে সেবার প্রথমবারের মত আইপিএলের ফাইনালে উঠেছিল দিল্লি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শিরোপা অধরাই থেকে যায় তাদের।

এ মৌসুমেও শ্রেয়াসের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও ইনজুরির কারণে জমকালো আসরটির প্রথম পর্বে খেলতে পারেননি তিনি৷ শ্রেয়াসের পরিবর্তে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।