দ্যা হ্যান্ড্রেড

দ্য হান্ড্রেডের মাঝপথেই দেশে ফিরছেন নবী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডের মাঝপথ থেকে দেশে ফিরে যাচ্ছেন মোহাম্মদ নবী। এতে করে তার বদলী হিসেবে ইংলিশ কাউন্ট্রিতে সাসেক্সের হয়ে খেলা ডেভিড ওয়াইসকে দলে সংযুক্ত করতে যাচ্ছে নবীর দল লন্ডন স্পিরিট।

দ্য হান্ড্রেডে আগামী ১৫ এবং ১৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে স্পিরিট। সেই দুই ম্যাচে নবীকে ছাড়াই মাঠে নামতে হবে পয়েন্ট টেবিলে ৮ দলের মধ্যে সবচেয়ে তলানীতে থাকা লন্ডনের দলটিকে।

এদিকে চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলো ছিটকে গেছেন পয়েন্ট টেবিলের তিন নম্বরের দল ট্রেন্ট রকেটসের বোলিং অলরাউন্ডার লুক উড। তার বদলি হিসেবে সামারসেটের তরুণ ক্রিকেটার সনি বেকারকে দলে নেওয়া হচ্ছে।

এর আগে, মাথার চোটে আসরটি থেকে দেশে ফিরে গিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। এছাড়া চোট ও ব্যক্তিগত কারণে আসরের মাঝপথ থেকেই আগেই সরে দাঁড়িয়েছিলেন লুঙ্গি এনগিদি ও লিয়াম প্ল্যাঙ্কেটের মতো তারকারা।

ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে গত ২২ জুলাই থেকে দ্য হান্ড্রেডের প্রথম আসরের যাত্রা শুরু করে ইংল্যান্ড। আগামী ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত এই আসরটির।