আইসিসি র‌্যাঙ্কিং

অস্ট্রেলিয়া সিরিজের পর রেটিং বাড়ল বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:03 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে সিরিজ জয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। এদিকে বাংলাদেশের কাছে হারায় অবনমন হয়েছে অজিদের।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যেখানে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের বল। চতুর্থ ম্যাচে হারলেও শেষ ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

সিরিজ জয়ের পর ১২ রেটিং বেড়েছে বাংলাদেশের। রেটিং বাড়লেও বাংলাদেশের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দশম স্থানে। এদিকে একই রেটিং পয়েন্ট নিয়ে নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারায় একধাপ নিচে নেমে গেছে অস্ট্রেলিয়া। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে তাঁদের অবস্থান ছয় নম্বরে। অজিদের অবনতিতে একধাপ এগিয়ে পাঁচে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের রেটিং পয়েন্ট ২৪৬।

পরিবর্তন আসেনি শীর্ষ চারের কোন দলের মাঝে। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ইংল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সাতে আফগানিস্তান, আটে শ্রীলঙ্কা ও নয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।