ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

আগামী বছর আবারও পাকিস্তান যাবে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ১৬ বছর পর আগামী অক্টোবরে পাকিস্তান সফরে আসছে ইংল্যান্ড। দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে, আবারও সুখবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি সাদা বলের ম্যাচ খেলতে ২০২২ সালের শেষের দিকে আবারও পাকিস্তান সফর করবে ইংলিশরা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টেস্ট সিরিজটি হবে ৩ ম্যাচের। যার সম্ভাব্য সূচি ২০২২ সালের অক্টোবর। এই সফরে টেস্টের পাশাপাশি লাল বলের ম্যাচ খেলারও কথা রয়েছে। যার সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ইংল্যান্ডের পাকিস্তান সফর প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘২০২২ সালের শেষের দিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড।’

এদিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১২ অক্টোবর পাকিস্তানের করাচিতে পৌঁছাবে ইংল্যান্ড দল। তারপর ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে তারা।

টি-টোয়েন্টি সিরিজ প্রসঙ্গে ওয়াসিম খান বলেন, ‘২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল এবং প্রথমবারের মতো আসছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। উভয় দলকেই স্বাগতম।’

সর্বশেষ ২০০৫ সালে মাইকেল ভনের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড। সে সময় দুই দল খেলেছিল তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে। তবে এই সময়ে বেশ কয়েকবার ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান।