Connect with us

পাকিস্তান ক্রিকেট

গিবসের চোখে যেকোনো কন্ডিশনেই সেরা আমির


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের শেষের দিকে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির। যদিও পাকিস্তানের এই পেসার এখনও নিয়মিত খেলছেন ঘরোয়া টুর্নামেন্টে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেন করাচি কিংসের হয়ে। সেই দলের প্রধান কোচ হার্শেল গিবস জানিয়েছেন আমির একজন অবিশ্বাস্য প্রতিদ্বন্দী।

সাবেক প্রোটিয়া ক্রিকেটার গিবস করাচির কোচিংয়ের সুবাদে খুব কাছ থেকে দেখেছেন আমিরকে। তার মতে আমির সব ম্যাচের তার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে এবং তিনি মনে করেন আমির নিজের বোলিংয়ের প্রতি বেশ আত্মবিশ্বাসী যা তাকে সফলতা এনে দেয়।

আমির প্রসঙ্গে গিবস বলেন, ‘সে একজন অসাধারণ বোলার। আমি তার সম্পর্কে জানি। অবশ্য আমি আনেক বছর আগে তার বিপক্ষে খেলেছি। আমি সবসময় তাকে বিশেষ কিছু ভাবতাম। সে কয়েক বছর ধরে বকঠিন সময় পার করেছে। তার বোলিং কারিশমা কোনো ব্যাটসম্যান ধরতে পারে না। সে একজন অবিশ্বাস্য প্রতিদ্বন্দী। করাচি কিংসে আমি দেখেছি সে তার বোলিং নিয়ে কতটা আত্মবিশ্বাসী। প্রত্যেক ম্যাচেই সে তার ১২০ শতাংশ দিয়ে খেলে।’

আমির আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০৯ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজেই বল হাতে দারুণ পারফর্ম করে নিয়মিত সদ্যস্য হয়ে ওঠেন জাতীয় দলে। গতি, সুইং আর ইয়র্কারে হয়ে ওঠেন সময়ের অন্যতম সেরা পেসার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে বছর না পেরোতেই ম্যাচ ফিক্সিয়ের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১০ সালে আমিরকে সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরেন আমির। এরপর থেকে নিয়মিতই বল হাতে পারফর্ম করে যাচ্ছেন তিনি। গিবসের কাছে আমির খুবই পেশাদার ক্রিকেটার।

এই কোচ বলেন, ‘আপনি দেখবেন ক্রিকেটের প্রতি আপনি তার কতটা দৃঢ়তা। যেকোনো কন্ডিশনে সে দক্ষ বোলার। তার সেরাটা দিতে কোনো অনুপ্রেরণা দরকার হয় না। সে খুবই পেশাদার ক্রিকেটার। সে তার সেরাটাই দলকে দেয়। সে দলকে অনেক কিছু দিয়েছে, তাকে শুভকামনা ও সম্মান জানাই।’

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন