ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে ফেরা হচ্ছে না ফিঞ্চের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি মেলবোর্নে হাঁটুর অস্ত্রপচার করিয়েছেন অ্যারন ফিঞ্চ। এরপর থেকেই চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তবে মাঠে ফিরতে এখনো ৮-থেকে ১০ সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাঠে ফেরা হচ্ছে না অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম চারটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফিঞ্চ। পরে পঞ্চম টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে যান এই ডানহাতি ব্যাটসম্যান। একই কারণে বাংলাদেশ সফরের পুরোটা সময় দলের সঙ্গে ছিলেন না তিনি।

উইন্ডিজ থেকে ফিরে গিয়ে মেলবোর্নে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন ফিঞ্চ। এরপর সেখানে তাঁর হাঁটুর অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়। এক অফিসিয়াল বিবৃতিতে ফিঞ্চের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সেই বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্রপচারের পর পুরোপুরি সেরে উঠতে ফিঞ্চের ৮-১০ সপ্তাহ সময় লেগে যাবে। আমরা আশা করছি সে অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবে।’

ফিঞ্চের অনুপস্থিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথু ওয়েড। এই সফরে টাইগারদের কাছে ৪-১ ব্যবধানের হার নিয়ে দেশে ফিরতে হয়েছে অজিদের। এছাড়া সিরিজের শেষ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে (৬২) অলআউট হয় তারা।

এদিকে আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আইসিসির বৈশ্বিক আসরটির আগে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় দুই মাস সময় পাচ্ছেন ফিঞ্চ। তাই বিশ্বকাপের আগেই ফিঞ্চের ফিরে আসা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া।