Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

রোহিতের চোখে রাহুলের লর্ডসের সেঞ্চুরিই সেরা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারে ৩৮ টেস্ট খেলা লোকেশ রাহুল সেঞ্চুরির দেখা পেয়েছেন মোটে ছয়টি। ঘরের মাঠে কেবল চেন্নাইয়েই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। ক্যারিয়ারের বাকি পাঁচ সেঞ্চুরির পেয়েছেন জ্যামাইকা, কলম্বো, সিডনি, ওভাল ও সর্বশেষ লর্ডসে।

উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রাহুলের ব্যাটিং দেখেছেন রোহিত শর্মা। যদিও তাঁর ব্যাটিংয়ের বেশিরভাগ সময়টা দেখতে হয়েছে লর্ডসের বেলকনিতে বসে। তবে সেটি দেখেও তৃপ্তির ঢেকুর গিলেছেন রোহিত। ম্যাচ শেষে জানিয়েছেন, তাঁর দেখা রাহুলের এটা সেরা ইনিংস।

অথচ ইংল্যান্ডের বিপক্ষে তাঁর খেলারই কথা ছিল না। তরুণ শুভমন গিলের পায়ের ইনজুরি আর কনকাশনের লক্ষণ থাকায় মায়াঙ্ক আগারওয়াল খেলতে পারেননি এই টেস্টে। আর এতেই একাদশে সুযোগ মিলে রাহুলের। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে সেটি লুফে নিতে ভুল করেননি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ডানহাতি এই ওপেনারের অপরাজিত সেঞ্চুরিতে লর্ডস টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। প্রথম দিন শেষে তাঁদের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬ রান। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে রোহিত আর রাহুল যোগ করেন ১২৬ রান। রোহিত ৮৩ রান করে ফিরলেও দিন শেষে দারুণ এক সেঞ্চুরিতে অপরাজিত ছিলেন রাহুল।

ডানহাতি এই ওপেনারের সেঞ্চুরিটি মনে ধরেছে রোহিতের। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দাবি, তিনি রাহুলের যতগুলো ইনিংস দেখেছেন তার মধ্যে এটি সেরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার দেখা রাহুলের সেরা ইনিংস। আমি মনে করি আজকের দিনটা তার ছিল এবং সে যথাযথ ব্যবহার করেছে।’

ইনিংসের শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিল রাহুল। ইংলিশ বোলারদের গতি আর সুইং সামলে উইকেটে সেট হতে খুব বেশি সময় নেননি এই ডানহাতি ব্যাটসম্যান। পুরো ইনিংসেই তার ব্যাট ছিল সাবলীল। যদিও শুরুর দিকে অনেকটা ধীরগতিতে রান তুলেছেন রাহুল।

তাঁর ব্যাটিং প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি মনে করি সে প্রথম বল থেকেই ছন্দে ছিল এবং এভাবেই খেলেই দিন শেষ করেছে। কোনো সময়ই সে দ্বিধায় ভোগেনি বা খুব বেশি ভাবেনি, সে তার পছন্দ মতো খেলেছে। যখন আপনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী খেলবেন এবং আপনার আত্মবিশ্বাস থাকবে, তখন আপনি অবশ্যই সফল হবেন।’

সর্বশেষ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

রাহুলকে তৈরি করার পরামর্শ গাভাস্কারের

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে: সৌরভ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়তে পারতেন কোহলি, মন্তব্য হার্শার

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

পান্তের ওপরই ভরসা রাখছে দিল্লী

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

কোহলির অধীনেই বিশ্বকাপ জিতবে ভারত!

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি নিয়ে আকাশের কড়া সমালোচনা

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

চট্টগ্রামে শান্তর আক্ষেপের দিন

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

শতভাগ নিশ্চিত আমরা বিশ্বকাপ জিতছি: ম্যাক্সওয়েল

১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

নিজেকে সুপারফিট করে আবারও ফিরতে চান আল আমিন

আর্কাইভ

বিজ্ঞাপন