ওয়েস্ট ইন্ডিজ - পাকিস্তান সিরিজ

জ্যামাইকায় প্রথম দিনে নেই ১২ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সহায়ক উইকেটে ক্যারিবীয় অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি জেসন হোল্ডার, জেইডেন সেলস ও কেমার রোচরা। 

স্বাগতিক বোলারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি এসেছে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। ক্যারিবীয় বোলাররা পাকিস্তানের ১০ উইকেট তুলে নিলেও খানিকটা অস্বস্তিতে তাঁরা। ব্র্যাথওয়েটরা ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানেই ২ উইকেট হারায়। তাতে জ্যামাইকা টেস্টের প্রথম দিন দুই দল মিলে হারিয়েছে ১২ উইকেট।

কিংস্টনের সাবিনা পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তানের। ৮ বলের ব্যবধানে ২ উইকেট হারায় সফরকারীরা। মাত্র ২১ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে খানিকটা টেনে তোলার চেষ্টা করেন আজহার আলী ও বাবর আজম। তবে সেটা খুব বেশি কাজে দেয়নি। থিতু হলেও এদিন বড় ইনিংস খেলতে পারেননি আজহার।

সেলসের গুড লেন্থে পড়া বল হালকা বাউন্স করলে সেটা তাঁর ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা হোল্ডারের হাতে  চলে যায়। বাঁ দিকে কিছুটা ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দি করেন হোল্ডার। আজহারের বিদায়ে ভাঙে বাবরের সঙ্গে তাঁর ৪৭ রানের জুটি। ৫ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন বাবরও। 

রোচের বল ইনসাইড এজ হয়ে উইকেটকিপার জশুয়া ডি সিলভার গ্লাভস বন্দি হলে আবেদন করেন ফিল্ডাররা। যদিও তাতে সাড়া দেননি অন ফিল্ড আম্পায়ার। নিজেরা আত্মবিশ্বাসী থাকায় রিভিউ নেন ব্র্যাথওয়েট। যেখানে দেখা যায় বল ব্যাটের কানায় লেগে ডি সিলভার হাতে চলে যায়। তাতেই ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় পাকিস্তানের এই অধিনায়ককে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করলেও ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ মোহাম্মদ রিজওয়ান। পাঁচটি চারের সাহায্যে ২৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর অবশ্য ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন ফাওয়াদ।

৬ রানের জন্য ফাহিম হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও শেষ পর্যন্ত টিকে থেকে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ফাওয়াদ। তাঁদের কল্যাণে দুইশ পেরোয় সফরকারী পাকিস্তান। ২১৭ রানে অল আউট হওয়ার পর দিনের শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট ‍তুলে নিয়েছে পাকিস্তানের বোলাররা। 

প্রথম ইনিংসে পাকিস্তানের ২১৭ রানের জবাব দিতে নেমে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন কিরণ পাওয়েল। একই ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে শূন্য রানে ফিরেছেন এনক্রুমাহ বোনার। তাঁদের দুজনকেই সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ আব্বাস। প্রথম দিন শেষে ২ রানে  ২ উইকট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে স্বাগতিক ব্যাটসম্যানরা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান- ২১৭/১০ (ওভার ৭০.৩) (ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০, রিজওয়ান ২৩, হোল্ডার ৩/২৬, সিলস ৩/৭০)

ওয়েস্ট ইন্ডিজ- ২/২ (ওভার ৪) ( ব্র্যাথওয়েট ১, আব্বাস ২/০)