লর্ডসে রাহুলের সেঞ্চুরি, প্রথম দিন ভারতের দাপট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:49 শুক্রবার, 13 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মার্ক উডের শর্ট বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ভারতের ড্রেসিং রুমের দিকে তাকিয়ে হেলমেট ও ব্যাটসহ দুই হাত উঁচিয়ে ধরেন লোকেশ রাহুল। ততক্ষণে লর্ডসের বেলকনিতে দাঁড়িয়ে ডানহাতি এই ওপেনারকে করতালি দিয়ে অভিবাদন জানাতে ব্যস্ত সতীর্থরা। অথচ ইংল্যান্ডের বিপক্ষে তাঁর খেলারই কথা ছিল না। পায়ের পুরোনো ইনজুরিতে শুভমান গিল এবং কনকাশনের লক্ষণ থাকায় মায়াঙ্ক আগারওয়াল ছিটকে যাওয়ায় কপাল খুলে রাহুলের।

দীর্ঘদিন পর সুযোগ পেয়ে সেটি লুফে নিতে ভুল করেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। নটিংহ্যামে নিজের ফেরার টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নেয়া রাহুল ফেরেন সেঞ্চুরির খুব কাছে গিয়ে। ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ অবশ্য মিটিয়েছেন লর্ডস টেস্টের প্রথম ইনিংসে। ডানহাতি এই ওপেনারের দারুণ এক সেঞ্চুরিতে লর্ডস টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬ রান।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শুরুর দিকে সফরকারী দুই ওপেনারকে চেপে ধরলেও পরবর্তীতে দাপট দেখিয়েছেন তাঁরা। ম্যাচের সময় যত গড়িয়েছে ততই নিজেদের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে থাকে রাহুল ও রোহিত শর্মা। 

ইনিংসের ১৩তম ওভারে আসে ভারতের প্রথম বাউন্ডারি। রাহুল খানিকটা ধীরগতির হলেও দ্রুতই রান তুলতে থাকেন আরেক ওপেনার রোহিত। ৮৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির লক্ষ্যে এগোতে থাকেন রোহিত। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি এই ওপেনারের। 

রোহিতকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দেন অ্যান্ডারসন। ১১ চার ও এক ছক্কায় ১৪৫ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। বিদেশির মাটিতে যা তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগের সর্বোচ্চ ছিল ৭৯। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন।

রোহিতের বিদায়ে ভাঙে রাহুলের সঙ্গে তাঁর ১২৬ রানের অনবদ্য জুটি। ইংল্যান্ডের মাটিতে যা পঞ্চম সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি। চেতেশ্বর পূজারাকে বলা হয়ে থাকে ভারতের ব্যাটিং স্তম্ভ। তবে নটিংহ্যামের মতো লর্ডসেও ব্যর্থ হয়েছেন তিনি। অ্যান্ডারসনের দারুণ এক ডেলিভারিতে তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৩ বলে ৯ রান করা পূজারা।

এরপর অবশ্য রাহুলকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়েন বিরাট কোহলি। ট্রেন্ট ব্রিজে গোল্ডেন ডাক মেরে ফেরা কোহলি এদিন নিজের প্রথম রানে পেতে সময় নিয়েছেন ১৩ বল।  অলিভার রবিনসনের বলে ফাইন লেগে ঠেলে দিয়ে রানের খাতা খুলেন ভারতের এই অধিনায়ক। রাহুল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেও হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন কোহলি।

হাফ সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে রবিনসনের বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতে ভাঙে তাঁদের দুজনের ১১৭ রানের জুটি। ৪২ রান করে কোহলি ফিরলে আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন ১২৭ রানে অপরাজিত থাকা রাহুল। ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও প্রথম দিন খেলা হয়েছে পুরো ৯০ ওভারই। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত- ২৭৬/৩ (ওভার ৯০) (রাহুল ১২৭*, রোহিত ৮৩, কোহলি ৪২, অ্যান্ডারসন ২/৫২)